বেচারা ঢেঁড়শের খুব কষ্ট! কেউ কোনও কাজ না পারলেই, 'ঢেঁড়শ' বলে গাল দেওয়া হয়! অথচ, ঢেঁড়শের গুণের শেষ নেই! সু্স্থ থাকতে রোজকার ডায়েটে ঢ্যাঁড়স থাকা মাস্ট! Photo Source: pixabay
advertisement
2/8
ঢেঁড়শে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, ভিটামিন এ, বি এবং সি। আয়োডিনের অভাবে সৃষ্ট গলগণ্ড, মস্তিষ্ক ও হৎপিণ্ডের দুর্বলতা প্রতিরোধে ঢেঁড়শের তরকারি বা ঢেঁড়শ সেদ্ধ খুব উপকারী। Photo Source: pixabay