কলমি শাক ! দামে স্বস্তা অথচ পুষ্টিগুণে ভরপুর! খেতেও খাসা! ভাজা খান কী ঝোল বা বর্ষার সন্ধ্যায় পকোড়া, বড়া! প্রতি ১০০ গ্রাম কলমি শাকে জলের পরিমাণ ৮৯.৭ গ্রাম, আমিষ- ৩৯ গ্রাম, আয়রন – ০.৬ গ্রাম, শ্বেতসার – ৪.৪ গ্রাম, ফাইবার– ১৪ গ্রাম, ক্যালসিয়াম – ০.৭১ মিলিগ্রাম, থায়ামিন – ০.৯ মিলিগ্রাম, নায়াসিন – ১৩ মিলিগ্রাম, ভিটামিন সি – ৪৯ মিলিগ্রাম, ক্যালরি – ৩০ কিলো ক্যালোরি। Photo Source: Collected
advertisement
কলমি শাকে রয়েছে ক্যালসিয়াম, ফলে হাড় মজবুত করে। ছোটবেলা থেকেই শিশুদের কলমি শাক খাওয়ানো উচিত। Photo Source: Collected
advertisement
এই শাকে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন-সি। সর্দি-কাশি কমায়, শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। Photo Source: Collected
advertisement
advertisement
জন্মের পর শিশু মায়ের বুকের দুধ না পেলে, মাকে কলমি শাক রান্না করে খাওয়ালে শিশু পর্যাপ্ত পরিমানে দুধ পাবে। Photo Source: Collected
advertisement