বৃক্কে পাথর ও মুত্রনালীর সংক্রমণের চিকিৎসায়: থোড়ের শরবতের সঙ্গে এলাচ মিশিয়ে নিয়মিত খেলে মুত্রথলির যে-কোনওরকম অসুখে আরাম মেলে, সংক্রমণ থাকে শত হাত দূরে! থোড়ের শরবতে লেবুর রস মিশিয়ে খেলে বৃক্কে পাথর হওয়ার ঝুঁকিও কমে। মুত্রনালীতে ব্যথা ও অস্বস্তি দূর করতেও এক্সপার্ট থোড়ের শরবত ।
Photo Source: Collected