Winter Badminton Benefits: জিমে যাওয়ার দরকার নেই! ব্যাডমিন্টন খেলেই হুহু করে ঝরবে বাড়তি মেদ, বাড়বে হার্টের ক্ষমতা
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Winter Badminton Health Benefits: শীতের সন্ধ্যায় পাড়ায় পাড়ায় ব্যাডমিন্টনের আসর কেবল বিনোদন নয়, সুস্থ থাকারও চাবিকাঠি। হৃদরোগ প্রতিরোধ, মেদ নিয়ন্ত্রণ এবং দ্রুত হজমে এই খেলা ম্যাজিকের মতো কাজ করে।
শীত এলেই পাড়ায় পাড়ায় বদলে যায় সন্ধ্যার চিত্র। ফাঁকা মাঠে টাঙানো হয় নেট, জ্বলে ওঠে আলো। ঠান্ডা হাওয়াকে উপেক্ষা করে কিশোর থেকে শুরু করে মধ্যবয়সী—সকলেই মেতে ওঠেন ব্যাডমিন্টন খেলায়। কোথাও বন্ধুত্বপূর্ণ খেলা, কোথাও আবার জমজমাট টুর্নামেন্ট। কিন্তু আনন্দের পাশাপাশি শীতের এই ব্যাডমিন্টন খেলা শরীরের উপর ফেলতে পারে একাধিক ইতিবাচক প্রভাব।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement








