Chicken Liver Benefits: চিকেনের মেটে-কচকচি দেখলেই বাচ্চার জিভে জল আসে? আপনিও দেন নাকি? এতে কী থাকে পরিষ্কার জেনে রাখুন! নিজের সন্তানের ক্ষতি করছেন না তো? নাকি উল্টোটা?
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Chicken Liver Benefits: মুরগির মাংসের তুলনায় মুরগির লিভারের পুষ্টিগুণ একটুও কম নয়। মুরগির লিভারে রয়েছে নানা রকম ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, ফাইবার ছাড়াও আরও অনেক উপকারী উপাদান।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মুরগির মেটে প্রোটিনের ভাল উৎস। বাচ্চাদের হাড় ও পেশির গঠন মজবুত করে। শরীরের বিভিন্ন অপুষ্টিজনিত সমস্যা দূর করতে, দ্রুত ওজন বাড়াতে মুরগির মেটের জুড়ি মেলা ভার। এটি দাঁতের স্বাস্থ্য ভাল রাখতেও সাহায্য করে। এতে থাকা উপকারী উপাদান ক্যাভিটি প্রতিরোধে সাহায্য করে এবং দাঁত মজবুত রাখে। তবে, পরিমিত দেওয়া উচিত যে কোনও খাবার।
advertisement
তবে, ছোটদের জন্য শুধু নয়, বড়দের জন্যও মুরগির মেটে খুব ভাল। এতে রয়েছে সেলেনিয়াম নামের আরও একটি জরুরি উপাদান। যা ক্লোন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক। এছাড়াও সেলেনিয়াম শ্বাসকষ্ট, হাঁপানি, ছোট-বড় সংক্রমণ, শরীরের গাঁটে গাঁটে ব্যথা, কৃমির সমস্যাকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)