ছোট্ট এলাচ শুধু রান্নায় সুগন্ধই বাড়ায় না, জমিয়ে দেয় জীবনের যাত্রাপথ
- Published by:Pooja Basu
Last Updated:
এলাচের বীজ যদি নিয়মিত সেবন করা হয় তবে অনেক রোগ থেকে দূরে রাখা যায়।
এলাচ একটি হালকা তীক্ষ্ণ কিন্তু মিষ্টি স্বাদের মশলা। গরম মসলা ভারতে এলাচ ছাড়া কল্পনা করা যায় না। আগের সময়ে, বেশিরভাগ লোক দুপুরের খাবারের পরে মুখের ফ্রেশনার হিসাবে এলাচ ব্যবহার করতেন।কিন্তু আজকের প্রজন্মের মানুষ এলাচ তুচ্ছভাবে খায়। যদিও এলাচের জল, এলাচের তেল ইত্যাদি বহু শতাব্দী ধরে ভারতে বহু রোগ তাড়াতে ব্যবহৃত হয়ে আসছে, তবে এলাচের বীজ যদি নিয়মিত সেবন করা হয় তবে অনেক রোগ থেকে দূরে রাখা যায়।
advertisement
advertisement
advertisement
রক্তচাপ কমাতে উপকারী- এলাচ সেবন রক্তচাপ কমাতে সহায়ক। হেলথলাইনের খবরে বলা হয়েছে, ১২ সপ্তাহ ধরে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন ৩ গ্রাম এলাচের গুঁড়া খান, তাদের রক্তচাপ অনেক কমে যায়। এর সাথে এটিও দেখা গেছে যে যারা এলাচ খান তাদের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট 90 শতাংশ বেড়ে যায়। গবেষণা অনুযায়ী, এলাচ সামগ্রিক স্বাস্থ্যের সমস্যা ঠিক করে।
advertisement
advertisement
advertisement