Health Benefit Of Tea: কালো চা বা গ্রিন টি তো অনেক খেলেন, গুণে ঠাসা এই চা ডায়াবেটিসের যম, ভাল রাখবে কিডনিও

Last Updated:
Health Benefit Of Tea: ইউরোপে পাওয়া যায় নেটল টি, এছাড়াও আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশেও পাওয়া যায় এই চা৷
1/8
Health Benefit Of Tea: নেটল চা পান করা ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের প্রাকৃতিক উ‍ৎস৷ বাঙালিরা চা খেতে পছন্দ করেন তবে নেটল চা কতটা খেয়েছেন তা নিয়ে প্রশ্ন থাকছে৷ কিন্তু প্রাকৃতিক গুণে ঠাসা এই চা৷
Health Benefit Of Tea: নেটল চা পান করা ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের প্রাকৃতিক উ‍ৎস৷ বাঙালিরা চা খেতে পছন্দ করেন তবে নেটল চা কতটা খেয়েছেন তা নিয়ে প্রশ্ন থাকছে৷ কিন্তু প্রাকৃতিক গুণে ঠাসা এই চা৷
advertisement
2/8
নেটল চা প্রাকৃতিকভাবে অ্যালার্জির লক্ষণগুলি কমাতে ব্যবহৃত হয়।
নেটল চা প্রাকৃতিকভাবে অ্যালার্জির লক্ষণগুলি কমাতে ব্যবহৃত হয়।
advertisement
3/8
নেটল চা হজমের স্বাস্থ্য সমর্থন করতে ব্যবহৃত হয়।
নেটল চা হজমের স্বাস্থ্য সমর্থন করতে ব্যবহৃত হয়।
advertisement
4/8
নেটলের মধ্যে হাজির উপাদানগুলি প্রদাহ কমাতে এবং জয়েন্টের ব্যথা কমাতে পারে।
নেটলের মধ্যে হাজির উপাদানগুলি প্রদাহ কমাতে এবং জয়েন্টের ব্যথা কমাতে পারে।
advertisement
5/8
কিডনির সমস্যা কমাতে নেটল চা ভাল বলে মনে করা হয়।
কিডনির সমস্যা কমাতে নেটল চা ভাল বলে মনে করা হয়।
advertisement
6/8
কিছু গবেষণা প্রমাণিত হয়েছে যে নেটল চা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে।
কিছু গবেষণা প্রমাণিত হয়েছে যে নেটল চা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে।
advertisement
7/8
যাঁদের হজমের সমস্যা রয়েছে তাঁরা নেটল চা খেতে পারেন৷
যাঁদের হজমের সমস্যা রয়েছে তাঁরা নেটল চা খেতে পারেন৷
advertisement
8/8
খুব বেশি প্রচলিত না হলেও নেটেল চা উপকারিতাগুলির জন্য বহু শতাব্দী আগে থেকেই ব্যবহার হচ্ছে৷
খুব বেশি প্রচলিত না হলেও নেটেল চা উপকারিতাগুলির জন্য বহু শতাব্দী আগে থেকেই ব্যবহার হচ্ছে৷
advertisement
advertisement
advertisement