করোনা ভাইরাস ও লকডাউনের জেরে গোটা বিশ্বে মন্দা৷ আশ্চর্য অনিশ্চয়তা গ্রাস করেছে বিশ্বকে৷ একের পর এক চাকরি ছাঁটাই চলছে৷ এ হেন পরিস্থিতিতে বিশ্বজুড়েই মনের অসুখ ভয়াবহ আকার নিচ্ছে৷ অবসাদ ও দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়ছেন বহু মানুষ৷ এ এমন এক অসুখ, যা বাইরে থেকে খালি চোখে দেখা যায় না৷ কিন্তু ভিতরে শেষ করে দেয়৷ করোনা মহামারী রোখার সঙ্গে মনের স্বাস্থ্য ভালো রাখাটাও একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ কোনও ডাক্তারের কাছে যদি না-ও যেতে চান, তা হলে স্রেফ ৫টি আয়ুর্বেদিক খাবারেই আপনি দুশ্চিন্তা, অবসাদ থেকে মুক্ত হয়ে ভালো থাকতে পারেন৷
ঘি: শরীরে মেদ জমা রুখতে অনেকেই ঘি খান না৷ কিন্তু একাধিক রিসার্চ বলছে, রোজ একবার অন্তত ঘি খাওয়া শরীরে পক্ষে ভালো৷ কিছু সমীক্ষায় বলা হচ্ছে, ঘি আঙুলে নিয়ে একটু নাকে লাগালে, অল্প দুশ্চিন্তা বা অবসাদ কমে যায়৷ এছাড়া প্রতিদিনের খাবারে এক চামচ ভালো ঘি রাখতে পারলে, মন ভালো থাকে৷ কারণ, ঘি-তে অ্যান্টি-ডিপ্রস্যান্ট প্রপার্টি রয়েছে৷