গরমে ট্যালকম পাউডার মাখছেন? মারাত্মক ক্ষতি হতে পারে আপনার শরীরে
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
কিন্তু অনেকেই জানেন না, পাউডার থেকে কী মারাত্মক ক্ষতিসাধন হতে পারে আমাদের শরীরে । এমনকি এর থেকে ক্যান্সারও হতে পারে ।
• প্যাচপ্যাচে গরমে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় । গরম তেকে বাঁচতে মানুষ কী করবেন, আর কী করবেন না তা ভেবে পাচ্ছেন না । বারবার স্নান করা, একাধিক ফ্যান চালিয়ে বা এসি চালিয়ে ঘর ঠান্ডা রাখা, ঠান্ডা সাবান মাখা, ঘরের ছাদে বা মেঝেতে জল ছিটানো, ঘাম ও দুর্গন্ধ থেকে বাঁচতে পাউডার মাখা....এ সব হামেশাই করে থাকেন অনেকে ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
• অনেক মহিলারাই আছেন, যাঁরা জেনিটাল পার্টে পাউডার দেন । অনেকের ধারণা পাউডার যে কোনও সংক্রমণ থেকে রক্ষা করে, পাশাপাশি দুর্গন্ধ দূর করে । কিন্তু এটা একেবারেই ভুল ধারণা । সংক্রমণ রোধে পাউডারের বিশেষ ভূমিকা নেই । বরং এটা দেখা গিয়েছে, যে মহিলারা গোপনাঙ্গে পাউডার ব্যবহার করেন তাঁদের ৪৪ শতাংশই ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ।
advertisement