এই যন্ত্রণাদায়ক অসুখে ভুগছেন বিরাট-ঘরণী অনুষ্কা শর্মা!

Last Updated:
1/5
• একদিকে পর্দার জীবন, অন্যদিকে মাঠের সংসার ৷ দু’টো দায়িত্বই দুর্দান্তভাবে সামলান ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি অনুষ্কা শর্মা কোহলি ৷ নিজের অভিনয়, প্রযোজনার দায়িত্ব, স্বামী বিরাটকে সঙ্গ দেওয়া, নিজের ফ্যাশনব্র্যান্ড ‘নুশ’-এর যাবতীয় কাজ একা হাতে সামলানো, ছবির প্রচার..সবেতেই ঝাঁপিয়ে পড়েন নায়িকা ৷
• একদিকে পর্দার জীবন, অন্যদিকে মাঠের সংসার ৷ দু’টো দায়িত্বই দুর্দান্তভাবে সামলান ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি অনুষ্কা শর্মা কোহলি ৷ নিজের অভিনয়, প্রযোজনার দায়িত্ব, স্বামী বিরাটকে সঙ্গ দেওয়া, নিজের ফ্যাশনব্র্যান্ড ‘নুশ’-এর যাবতীয় কাজ একা হাতে সামলানো, ছবির প্রচার..সবেতেই ঝাঁপিয়ে পড়েন নায়িকা ৷
advertisement
2/5
• কিন্তু তাঁর শরীরেরই বাধা বেঁধেছে যন্ত্রণাময় এই কঠিন অসুখ ৷ যাঁরা জানেন না, তাঁরা হয়তো তাঁর এই উদ্যমী অবতার দেখে ঘুণাক্ষরেও টের পাবেন না ৷ কিন্তু জানেন কী, ‘বালজিং ডিস্ক’-এ ভুগছেন অনুষ্কা ৷ কী এই ‘বালজিং ডিস্ক’ ?
• কিন্তু তাঁর শরীরেরই বাধা বেঁধেছে যন্ত্রণাময় এই কঠিন অসুখ ৷ যাঁরা জানেন না, তাঁরা হয়তো তাঁর এই উদ্যমী অবতার দেখে ঘুণাক্ষরেও টের পাবেন না ৷ কিন্তু জানেন কী, ‘বালজিং ডিস্ক’-এ ভুগছেন অনুষ্কা ৷ কী এই ‘বালজিং ডিস্ক’ ?
advertisement
3/5
• এটি এমন একটি অবস্থা, যখন স্পাইনাল ক্যানেল বা মেরুদণ্ড নালীর উপরে স্ফীত একটি অংশ তৈরি হয় ৷ সাধারণত মেরুদণ্ডের এই সমস্যা হয় লম্বার স্পাইন, থোরাসিক স্পাইন এবং সার্ভাইকাল স্পাইনে ৷ ‘বালজিং ডিস্ক’-এর লক্ষণ রোগের স্থান অনুযায়ী আলাদা আলাদা হতে পারে ৷ খুব সাধারণ লক্ষণ গুলি হল, মারাত্মক যন্ত্রণা, দুর্বলতা, অসাড় অবস্থা ৷
• এটি এমন একটি অবস্থা, যখন স্পাইনাল ক্যানেল বা মেরুদণ্ড নালীর উপরে স্ফীত একটি অংশ তৈরি হয় ৷ সাধারণত মেরুদণ্ডের এই সমস্যা হয় লম্বার স্পাইন, থোরাসিক স্পাইন এবং সার্ভাইকাল স্পাইনে ৷ ‘বালজিং ডিস্ক’-এর লক্ষণ রোগের স্থান অনুযায়ী আলাদা আলাদা হতে পারে ৷ খুব সাধারণ লক্ষণ গুলি হল, মারাত্মক যন্ত্রণা, দুর্বলতা, অসাড় অবস্থা ৷
advertisement
4/5
• কী কারণে হয় এই ‘বালজিং ডিস্ক’ ? বেশিরভাগ সময়ই হয় কোনও আঘাত থেকে ৷ কখনও বয়সের কারণে ৷ তাছাড়া ওজন বৃদ্ধি বা ট্রমা থেকেও হয় এই অসুখ ৷ আবার জেনেটিক্যালও হতে পারে ৷
• কী কারণে হয় এই ‘বালজিং ডিস্ক’ ? বেশিরভাগ সময়ই হয় কোনও আঘাত থেকে ৷ কখনও বয়সের কারণে ৷ তাছাড়া ওজন বৃদ্ধি বা ট্রমা থেকেও হয় এই অসুখ ৷ আবার জেনেটিক্যালও হতে পারে ৷
advertisement
5/5
• এই রোগের চিকিৎসা কী ? চিকিৎসকরা বলেন, গরম সেঁক, ব্যয়াম, নিয়মিত ওষুধ আর বিশ্রামই হল এই রোগের ওষুধ ৷ তবে বাড়াবাড়ি হলে অস্ত্রোপচার পর্যন্ত করতে হতে পারে ৷
• এই রোগের চিকিৎসা কী ? চিকিৎসকরা বলেন, গরম সেঁক, ব্যয়াম, নিয়মিত ওষুধ আর বিশ্রামই হল এই রোগের ওষুধ ৷ তবে বাড়াবাড়ি হলে অস্ত্রোপচার পর্যন্ত করতে হতে পারে ৷
advertisement
advertisement
advertisement