Male Fertility: রোজের খাদ্যতালিকার এই ৭ খাবারের জন্যই কমে যাচ্ছে পুরুষদের প্রজনন ক্ষমতা!
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
পুরুষদের প্রজনন ক্ষমতা কমে যাওয়া এখন একটা বড় সমস্যা । আর আমাদের দৈনিক খাদ্যাভাসের উপর তা অনেকটাই নির্ভর করে ।
• গত ৩ থেকে ৪ দশক ধরে একটা গুরুত্বপুর্ণ বিষয় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেটা হল পুরুষের ফার্টিলিটি (Male Fertility)। পুরুষদের মধ্যে শুক্রাণুর গুণমানের পাশাপাশি গড় ফার্টিলিটিও বিশ্বব্যাপী ভয়াবহ ভাবে হ্রাস পেয়েছে। সমীক্ষায় বলা হচ্ছে গড়ে ২০ জনের মধ্যে ১ জন পুরুষ শুক্রাণুর গুণমান নিয়ে ভুগছেন। এই ক্রমবর্ধমান সংখ্যা পরিবেশে এক অদৃশ্য চ্যালেঞ্জের সমনে নিয়ে আসছে।
advertisement
• আর তাই সতর্ক হওয়া উচিত এখনই । পুরুষদের প্রজনন ক্ষমতা কমে যাওয়া এখন একটা বড় সমস্যা । আর আমাদের দৈনিক খাদ্যাভাসের উপর তা অনেকটাই নির্ভর করে । যদি ডায়েট ভালভাবে মেনে চলা যায় তা হলে অবশ্যই এই সমস্যার সমাধান সম্ভব । তার আগে খাদ্যতালিকা এই সাতটি খাবার বাদ দেওয়া উচিত । যা পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতা হ্রাস করে ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement