৭ দিনের চ্যালেঞ্জ ! সহজ ঘরোয়া টিপস-এ তলপেটের চর্বি গায়েব

Last Updated:
1/9
হাজার এক্সারসাইজ, ব্যায়াম করেও ফল মিলছে না? কিছুতেই তলপেটের চর্বি-কে 'গুডবাই' বলতে পারছে না? মেনে চলুন কয়েকটা ঘরোয়া টিপস! ৭ দিনে তলপেটের চর্বি গায়েব ! Photo Source: Collected
হাজার এক্সারসাইজ, ব্যায়াম করেও ফল মিলছে না? কিছুতেই তলপেটের চর্বি-কে 'গুডবাই' বলতে পারছে না? মেনে চলুন কয়েকটা ঘরোয়া টিপস! ৭ দিনে তলপেটের চর্বি গায়েব ! Photo Source: Collected
advertisement
2/9
রাতে শুতে যাওয়ার সময় বা সকালে খালিপেটে কাঁচা রসুনের কয়েক কোয়া চিবিয়ে নিন।  Photo Source: Collected
রাতে শুতে যাওয়ার সময় বা সকালে খালিপেটে কাঁচা রসুনের কয়েক কোয়া চিবিয়ে নিন। Photo Source: Collected
advertisement
3/9
রসুন খাওয়ার পর, ১ গ্লাস হালকা গরম জলে অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে খান। নুন দেবেন না! মধু মেশাতে পারেন, কিন্তু চিনি নয়। এই পানীয়  বিপাক প্রক্রিয়া বাড়িয়ে তলপেটের মেদ কমায়।  Photo Source: Collected
রসুন খাওয়ার পর, ১ গ্লাস হালকা গরম জলে অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে খান। নুন দেবেন না! মধু মেশাতে পারেন, কিন্তু চিনি নয়। এই পানীয় বিপাক প্রক্রিয়া বাড়িয়ে তলপেটের মেদ কমায়। Photo Source: Collected
advertisement
4/9
সাদা ভাত ডায়েট থেকে ছেঁটে ফেলুন। রোজকার খাবারে রাখুন লাল চালের ভাত, গমের রুটি, ওটস-এর রুটি বা ওটস।  Photo Source: Collected
সাদা ভাত ডায়েট থেকে ছেঁটে ফেলুন। রোজকার খাবারে রাখুন লাল চালের ভাত, গমের রুটি, ওটস-এর রুটি বা ওটস। Photo Source: Collected
advertisement
5/9
ঝাল খাবার খান। তবে, তেলে- ঝোলে-অম্বলে নয়! রান্নায় ঝাল-এর স্বাদ আসবে দারচিনি, আদা, গোলমরিচ এবং কাঁচালঙ্কা থেকে। এই সমস্ত মশলা স্বাস্থ্যকর। এগুলো শরীরের ইনসুলিন সরবরাহ বাড়ায় এবং রক্তের সুগার লেভেল কমাতে সাহায্য করে। ফলে চর্বি কমে হুড়মুড়িয়ে। ডায়াবেটিস রোগিদের জন্যও এই ধরনের খাবার উপকারি। Photo Source: Collected
ঝাল খাবার খান। তবে, তেলে- ঝোলে-অম্বলে নয়! রান্নায় ঝাল-এর স্বাদ আসবে দারচিনি, আদা, গোলমরিচ এবং কাঁচালঙ্কা থেকে। এই সমস্ত মশলা স্বাস্থ্যকর। এগুলো শরীরের ইনসুলিন সরবরাহ বাড়ায় এবং রক্তের সুগার লেভেল কমাতে সাহায্য করে। ফলে চর্বি কমে হুড়মুড়িয়ে। ডায়াবেটিস রোগিদের জন্যও এই ধরনের খাবার উপকারি। Photo Source: Collected
advertisement
6/9
চিনি জাতীয় খাবার থেকে দূরে থাকুন। এছাড়া মিষ্টি জাতীয় খাবার যেমন চকোলেট, আইসক্রিম ও সবরকমের মিষ্টিকেও ৭ দিনের জন্য বিদায় দিন। Photo Source: Collected
চিনি জাতীয় খাবার থেকে দূরে থাকুন। এছাড়া মিষ্টি জাতীয় খাবার যেমন চকোলেট, আইসক্রিম ও সবরকমের মিষ্টিকেও ৭ দিনের জন্য বিদায় দিন। Photo Source: Collected
advertisement
7/9
৭ দিন মাংস, মাছ, ডিম, দুধ খাবেন না। মাছ যদি একান্তই খেতে চান, চামড়া ফেলে খান। Photo Source: Collected
৭ দিন মাংস, মাছ, ডিম, দুধ খাবেন না। মাছ যদি একান্তই খেতে চান, চামড়া ফেলে খান। Photo Source: Collected
advertisement
8/9
প্রতিদিন সকাল ও বিকেলে ফল ও সবজি খান। জল রয়েছে এমন ফল বাছাই করুন। এতে শরীরে অ্যান্টিঅক্সিড্যান্ট ও ভিটামিন-এর ঘাটতি পূরণ হবে।  Photo Source: Collected
প্রতিদিন সকাল ও বিকেলে ফল ও সবজি খান। জল রয়েছে এমন ফল বাছাই করুন। এতে শরীরে অ্যান্টিঅক্সিড্যান্ট ও ভিটামিন-এর ঘাটতি পূরণ হবে। Photo Source: Collected
advertisement
9/9
প্রচুর পরিমাণে জল খান। শরীরের বিপাকের হার বাড়ানোর পাশাপাশি শরীরের বিষাক্ত উপাদান বা টক্সিন দূর করে । Photo Source: Collected
প্রচুর পরিমাণে জল খান। শরীরের বিপাকের হার বাড়ানোর পাশাপাশি শরীরের বিষাক্ত উপাদান বা টক্সিন দূর করে । Photo Source: Collected
advertisement
advertisement
advertisement