চিকেন পক্সের থাবা থেকে বাঁচতে অবশ্যই ডায়েটে রাখুন এই ১০ খাবার

Last Updated:
1/11
শীত চলে গিয়ে বসন্তের হাওয়া মানেই ইনফ্লুয়েঞ্জা. চিকেন পক্সের হাতছানি৷ এই সময় সুস্থ থাকতে তাই ডায়েটে রাখুন এই ১০ খাবার৷
শীত চলে গিয়ে বসন্তের হাওয়া মানেই ইনফ্লুয়েঞ্জা. চিকেন পক্সের হাতছানি৷ এই সময় সুস্থ থাকতে তাই ডায়েটে রাখুন এই ১০ খাবার৷
advertisement
2/11
শীতের বাঁধাকপিতে থাকে প্রচুর ভিটামিন, মিনারেল ও অ্যালকালাইন সল্ট৷ যা এইচ পাইলরি ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে৷ ফলে বাঁধাকপি খেলে চিকেন পক্স শুধু নয়, জন্ডিসও দূরে থাকে৷
শীতের বাঁধাকপিতে থাকে প্রচুর ভিটামিন, মিনারেল ও অ্যালকালাইন সল্ট৷ যা এইচ পাইলরি ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে৷ ফলে বাঁধাকপি খেলে চিকেন পক্স শুধু নয়, জন্ডিসও দূরে থাকে৷
advertisement
3/11
শীতকালের টাটকা গাজরের মধ্যে থাকে বিটা ক্যারোটিন যা অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে৷ গাজর যেকোনও রকম ইনফেকশন দূরে রাখে৷
শীতকালের টাটকা গাজরের মধ্যে থাকে বিটা ক্যারোটিন যা অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে৷ গাজর যেকোনও রকম ইনফেকশন দূরে রাখে৷
advertisement
4/11
মরশুমি সব্জিই মরশুমি অসুস্থতার সবচেয়ে ভাল ওষুধ৷ গরমের শুরুতে সজনে ডাঁটা ফলে৷ সজনে ডাঁটা যেকোনও ইনফেকশন দূরে রাখতে সাহায্য করে৷
মরশুমি সব্জিই মরশুমি অসুস্থতার সবচেয়ে ভাল ওষুধ৷ গরমের শুরুতে সজনে ডাঁটা ফলে৷ সজনে ডাঁটা যেকোনও ইনফেকশন দূরে রাখতে সাহায্য করে৷
advertisement
5/11
গরম পড়ার শুরু থেকে গোটা গরম কাল কাঁচা নিম পাতা খেলে পেট পরিষ্কার থাকবে৷ যে কোনও ইনফেকশন রোধ করে নিম পাতা৷
গরম পড়ার শুরু থেকে গোটা গরম কাল কাঁচা নিম পাতা খেলে পেট পরিষ্কার থাকবে৷ যে কোনও ইনফেকশন রোধ করে নিম পাতা৷
advertisement
6/11
আগে কলেরা সারাতে লেবু খেতে বলতেন ডাক্তাররা৷ গরম লেবু চিনি ও নুন দিয়ে খেলে যেকোনও রকম ইনফেকশন দূরে থাকে৷
আগে কলেরা সারাতে লেবু খেতে বলতেন ডাক্তাররা৷ গরম লেবু চিনি ও নুন দিয়ে খেলে যেকোনও রকম ইনফেকশন দূরে থাকে৷
advertisement
7/11
দইতে থাকে প্রোবায়োটিক যা উপকারি গাট ব্যাকটেরিয়া বাড়ায়৷ যেকোনও ইনফেকশন দূরে রাখতে এই গাট ব্যাকটেরিয়া প্রয়োজন৷
দইতে থাকে প্রোবায়োটিক যা উপকারি গাট ব্যাকটেরিয়া বাড়ায়৷ যেকোনও ইনফেকশন দূরে রাখতে এই গাট ব্যাকটেরিয়া প্রয়োজন৷
advertisement
8/11
কাশি, ডায়রিয়া, চিকেন পক্স যেকোনও রকম ইনফেকশনের জন্যই আদা উপকারি৷ ডাক্তাররাও আদাকে মহা ঔষধি বলে থাকেন৷
কাশি, ডায়রিয়া, চিকেন পক্স যেকোনও রকম ইনফেকশনের জন্যই আদা উপকারি৷ ডাক্তাররাও আদাকে মহা ঔষধি বলে থাকেন৷
advertisement
9/11
মধুর রয়্ছ্ অ্যান্টিবায়েটিক গুণ৷ গলার ইনফেকশন, মুখের আলসার, সর্দি, চিকেন পক্স যেকোনও অসুস্থতা দূরে রাখতে পারে মধু৷
মধুর রয়্ছ্ অ্যান্টিবায়েটিক গুণ৷ গলার ইনফেকশন, মুখের আলসার, সর্দি, চিকেন পক্স যেকোনও অসুস্থতা দূরে রাখতে পারে মধু৷
advertisement
10/11
হলুদ খেলে যেমন ইনফেকশন দূরে থাকে, তেমনই পক্স, ফুশকুড়ি বা অ্যাকনেতে হলুদ ও চুন একসঙ্গে লাগালেও সেরে যায়৷ দাগও মিলিয়ে যায়৷
হলুদ খেলে যেমন ইনফেকশন দূরে থাকে, তেমনই পক্স, ফুশকুড়ি বা অ্যাকনেতে হলুদ ও চুন একসঙ্গে লাগালেও সেরে যায়৷ দাগও মিলিয়ে যায়৷
advertisement
11/11
গরম পড়তে শুরু করলেই আম উঠতে দেখা যাবে৷ চিকেন পক্স এখন গরমেও হয়৷ তাই আমের মরশুমে নিয়মিত আম খান৷ আম শুধু সুস্বাদুই নয়, ইনফেকশনও দূরে রাখে৷
গরম পড়তে শুরু করলেই আম উঠতে দেখা যাবে৷ চিকেন পক্স এখন গরমেও হয়৷ তাই আমের মরশুমে নিয়মিত আম খান৷ আম শুধু সুস্বাদুই নয়, ইনফেকশনও দূরে রাখে৷
advertisement
advertisement
advertisement