ভ্যালেন্টাইন্স ডে এবং গোটা সপ্তাহ ধরে ভালোবাসা উদযাপনের পর এবার অ্যান্টি-ভ্যালেন্টাইন সপ্তাহের পালা। ইতিমধ্যেই ১৫ ফেব্রুয়ারি গিয়েছে চড় দিবস, তার পর গিয়েছে কিক ডে ও পারফিউম দিবস। আজ, ১৮ ফেব্রুয়ারি হল অফিশিয়াল 'ঝারি ডে' (Happy Flirting Day 2022)।
2/ 7
অর্থাৎ যাঁকে মনে মনে পছন্দ, সেই ক্রাশের সঙ্গে চুটিয়ে ফ্লার্ট করতে পারেন (Happy Flirting Day 2022)। মনপসন্দ মানুষকে গুছিয়ে ঝারি মারুন। ফ্লার্ট করা স্বাস্থ্যের পক্ষেও উপকারী। তবে সীমা ছাড়িয়ে যাবেন না কখনওই।
3/ 7
ফ্লার্ট করলে মন ভালো থাকে, নিজের প্রতি যত্ন বাড়ে, নিজেকে গুরুত্বপূর্ণ মনে হতে থাকে (Happy Flirting Day 2022)। সব মিলিয়ে ইতিবাচক মনোভাবের ফলে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়।
4/ 7
সোশ্যাল মিডিয়ার যুগে ক্রাশকে এমন দিনে সুন্দর মেসেজ পাঠান। আরেকটু ঝারি মেরে বোঝান, তিনি আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ।
5/ 7
ফ্লার্টিং করার মধ্যে দিয়েই অনেক গভীর সম্পর্কের সূত্রপাত হয়। ফলে মনের পছন্দের মানুষের সঙ্গে মাঝে মাঝে একটু ফ্লার্ট করায় কোনও দোষ নেই। তাতে যদি কেউ খুশি হন, হাসি ফোটে তাঁর মুখে সেটাই যথেষ্ট।
6/ 7
কেমন হতে পারে মজার ফ্লার্টিং মেসেজ? লিখতে পারেন, 'আমি ফ্লার্ট করছি না, শুধু বাড়তি আকর্ষণীয় এক ব্যক্তির সঙ্গে একটু বেশি ভালো করে কথা বলছি'। কিংবা লিখুন, 'তুমি তো খুব ক্লান্ত তাই না? সারাদিন তো আমার মনের মধ্যে দৌড়ে বেড়ালে!'
7/ 7
সোজাসাপটা লিখতে পারেন, 'আমার যখন হাসতে ইচ্ছে করে, চোখ বন্ধ করে শুধু তোমার মুখটা মনে করি। হ্যািপ ফ্লার্টিং ডে'। অথবা লিখুন, 'জানো তোমাকে সবচেয়ে সুন্দর কখন লাগে? যখন তুমি আমার সঙ্গে থাকো'।