Karela Juice: চুলের সমস্য়া থেকে আপনাকে মুক্তি দিতে পারে করলার জুস

Last Updated:
Hair Problems: করলা শুনেই নাক সিঁটকোন? করলা কিন্তু আপনার চুলের জন্য় মারাত্মক উপকারী...
1/5
করলা ওষধি গুণে পরিপূর্ণ এবং এর রস আমাদের ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটায়।
করলা ওষধি গুণে পরিপূর্ণ এবং এর রস আমাদের ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটায়।
advertisement
2/5
আমাদের মধ্যে বেশিরভাগের স্বাদকোরকে করলার (Bitter gourd juice) স্থান ব্রাত্য ৷ আমার ভুলেই যাই এই সব্জি পুষ্টিগুণের দিক থেকে অতুলনীয় ৷ ভিটামিন সি, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ফাইবারে সমৃদ্ধ এই সব্জি বহু রোগের প্রকোপ থেকে উপশমকারী ৷ মধুমেহ, কোষ্ঠকাঠিন্য, সর্দিকাশি, হাঁপানি, পেটের রোগ-সহ নানা শারীরিক সমস্যায় করলার রস উপকারী (benefits of bitter gourd juice)  ৷
আমাদের মধ্যে বেশিরভাগের স্বাদকোরকে করলার (Bitter gourd juice) স্থান ব্রাত্য ৷ আমার ভুলেই যাই এই সব্জি পুষ্টিগুণের দিক থেকে অতুলনীয় ৷ ভিটামিন সি, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ফাইবারে সমৃদ্ধ এই সব্জি বহু রোগের প্রকোপ থেকে উপশমকারী ৷ মধুমেহ, কোষ্ঠকাঠিন্য, সর্দিকাশি, হাঁপানি, পেটের রোগ-সহ নানা শারীরিক সমস্যায় করলার রস উপকারী (benefits of bitter gourd juice) ৷
advertisement
3/5
যদি আপনার চুলের ঔজ্জ্বল্য হারিয়ে যায়, তাহলে আপনি চুলে করলা ব্যবহার করতে পারেন। নিষ্প্রাণ এবং শুষ্ক চুল থেকে মুক্তি পেতে করলার তাজা রস অব্য়র্থ।
যদি আপনার চুলের ঔজ্জ্বল্য হারিয়ে যায়, তাহলে আপনি চুলে করলা ব্যবহার করতে পারেন। নিষ্প্রাণ এবং শুষ্ক চুল থেকে মুক্তি পেতে করলার তাজা রস অব্য়র্থ।
advertisement
4/5
চুল পড়া সংক্রান্ত সমস্যায় পড়লে করলার রস চিনির সঙ্গে মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন। আপনি অনেকাংশে স্বস্তি পাবেন। করলার রস চুলের গোড়া মজবুত করে।
চুল পড়া সংক্রান্ত সমস্যায় পড়লে করলার রস চিনির সঙ্গে মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন। আপনি অনেকাংশে স্বস্তি পাবেন। করলার রস চুলের গোড়া মজবুত করে।
advertisement
5/5
আপনি যদি ক্রমাগত খুশকির সমস্যায় ভুগে থাকেন, তাহলে করলা এক টুকরো নিয়ে চুলের গোড়ায় ঘষে নিন। এতে আপনার চুলের খুশকি দূর হবে অনেকাংশে। সাদা চুলের সমস্য়া থেকেও মুক্তি দেয় করলা
আপনি যদি ক্রমাগত খুশকির সমস্যায় ভুগে থাকেন, তাহলে করলা এক টুকরো নিয়ে চুলের গোড়ায় ঘষে নিন। এতে আপনার চুলের খুশকি দূর হবে অনেকাংশে। সাদা চুলের সমস্য়া থেকেও মুক্তি দেয় করলা
advertisement
advertisement
advertisement