Hair Fall Defence: মুঠো মুঠো চুল পড়ছে? তেল-শ্যাম্পু-স্পা-এ কাজ হবে না! বরং জেনে নিন কোন-কোন গুরুতে অসুখে আক্রান্ত হলে এমনটা হয়
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
চুলপড়ার নেপথ্যে রয়েছে বড় গুরুতর কোন-ও কারণ! কাজেই খুব বেশি চুল পড়াকে হালকাভাবে দেখবেন না! জেনে নিন, কোন কোন অসুখে আক্রান্ত হলে চুল পড়ে এবং সেই অসুখের সঠিক চিকিৎসা করান,তবেই বন্ধ হবে চুল পড়া--
advertisement
advertisement
থাইরয়েডের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া-- হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম-এর ক্ষেত্রে শরীরে কেমিক্যালের ভারসাম্য নষ্ট হয়ে যায়,ফলে চুল পড়ে। অটিইম্যিউন থাইরয়েড ডিজঅর্ডার যেমন গ্রেভস ডিজিজ বা হাশিমোটো'স থাইরয়েডাইটিস-এর চুল পড়ে। চুলের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে থাইরয়েড হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। থাইরয়েডের সঠিক চিকিৎসা করালে চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাবে।
advertisement
ট্রমা ও স্ট্রেস-- স্ট্রেসের কারণে খুব চুল পড়ে। কোন-ও কারণে মানসিক বা শারীরিক আঘাত পেলে, যেমন-- কোন-ও প্রকার দুর্ঘটনা, অস্ত্রোপচার, পুড়ে গেলে, গুরুতর কোন-ও অসুখের ক্ষেত্রেও চুল পড়ে। অনেক ক্ষেত্রে দুর্ঘটনার বহু মাস বাদেও আচমকা চুল পড়া শুরু হয়। ডাক্তারি পরিভাষায় একে বলে 'ট্যালোজেন এফলুভিয়াম'। সাধারণত ৬-৮ মাসে এই ধরণের চুল পড়া বন্ধ হয়ে যায়।
advertisement
advertisement
