How to get rid of lice: মাথায় উকুনের বাসা নিয়ে লজ্জায় পড়ছেন! কয়েকটি সহজ ঘরোয়া টোটকাতেই মিলবে মুক্তি

Last Updated:
How to get rid of lice: দামি তেল-শ্যাম্পু ব্যবহার করেও মিলছে না সুরাহা? এ হেন অবস্থায় কয়েকটি ঘরোয়া টোটকায় ভরসা রাখতে পারেন। সহজেই হবে মুশকিল আসান।
1/6
মাথায় উকুনের জন্য অনেক সময়ই বিব্রত হতে হয়। পড়তে হয় লজ্জায়। দামি তেল-শ্যাম্পু ব্যবহার করেও মিলছে না সুরাহা? এ হেন অবস্থায় কয়েকটি ঘরোয়া টোটকায় ভরসা রাখতে পারেন। সহজেই হবে মুশকিল আসান।
মাথায় উকুনের জন্য অনেক সময়ই বিব্রত হতে হয়। পড়তে হয় লজ্জায়। দামি তেল-শ্যাম্পু ব্যবহার করেও মিলছে না সুরাহা? এ হেন অবস্থায় কয়েকটি ঘরোয়া টোটকায় ভরসা রাখতে পারেন। সহজেই হবে মুশকিল আসান।
advertisement
2/6
নিম পাতা  উকুন তাড়ানো ক্ষেত্রে নিমপাতা খুবই কার্যকর। নিম পাতার থেঁতো করে সেই পেস্ট মাথায় লাগিয়ে রাখুন। ২ ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন। এর পর আর উকুন থাকবে না। মাথায় নিম তেলও মেখে দেখতে পারেন। ২০-৩০ মিনিট পর চুল ধুয়ে ফেললেই চলে যাবে উকুন।
নিম পাতা উকুন তাড়ানো ক্ষেত্রে নিমপাতা খুবই কার্যকর। নিম পাতার থেঁতো করে সেই পেস্ট মাথায় লাগিয়ে রাখুন। ২ ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন। এর পর আর উকুন থাকবে না। মাথায় নিম তেলও মেখে দেখতে পারেন। ২০-৩০ মিনিট পর চুল ধুয়ে ফেললেই চলে যাবে উকুন।
advertisement
3/6
অলিভ অয়েল  উকুন তাড়ানোর জন্য অলিভ অয়েলও মেখে দেখতে পারেন। চুলের স্বাস্থ্যের জন্য এই উপাদান খুবই ভাল। উকুন মারতেও অলিভ অয়েলের জুড়ি মেলা ভার।
অলিভ অয়েল উকুন তাড়ানোর জন্য অলিভ অয়েলও মেখে দেখতে পারেন। চুলের স্বাস্থ্যের জন্য এই উপাদান খুবই ভাল। উকুন মারতেও অলিভ অয়েলের জুড়ি মেলা ভার।
advertisement
4/6
রসুন  রসুনের জীবানুবিরোধী গুণ আছে। এর ঝাঁঝালো গন্ধও উকুন তাড়াতে সাহায্য করে। ৮-৮ কোয়া রসুন থেঁতো করে তাতে লেবুর রস মিশিয়ে নিন। সেই মিশ্রণ চুলে মেখে নিয়ে সরু দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন। এতে উকুনগুলি সহজেই বেরিয়ে আসবে। এর গরম জল দিয়ে চুল ধুয়ে নিন।
রসুন রসুনের জীবানুবিরোধী গুণ আছে। এর ঝাঁঝালো গন্ধও উকুন তাড়াতে সাহায্য করে। ৮-৮ কোয়া রসুন থেঁতো করে তাতে লেবুর রস মিশিয়ে নিন। সেই মিশ্রণ চুলে মেখে নিয়ে সরু দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন। এতে উকুনগুলি সহজেই বেরিয়ে আসবে। এর গরম জল দিয়ে চুল ধুয়ে নিন।
advertisement
5/6
পেট্রোলিয়াম জেলি  উকুন দূর করতে পেট্রোলিয়াম জেলির জুড়ি মেলা ভার। কিন্তু এই উপাদান ব্যবহারে চুল চটচটে হতে পারে। তাই অনেক সময়ে একাধিক বার শ্যাম্পু করার প্রয়োজন পড়ে।
পেট্রোলিয়াম জেলি উকুন দূর করতে পেট্রোলিয়াম জেলির জুড়ি মেলা ভার। কিন্তু এই উপাদান ব্যবহারে চুল চটচটে হতে পারে। তাই অনেক সময়ে একাধিক বার শ্যাম্পু করার প্রয়োজন পড়ে।
advertisement
6/6
ভিনিগার<br /> ডিস্টিলড ভিনিগার দিয়ে খুব সহজেই উকুন তাড়ানো যায়। মাথায় ভিনিগার মেখে চুল আঁচড়ে নিতে হবে। তার পর উষ্ণ গরম জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)
ভিনিগার<br /> ডিস্টিলড ভিনিগার দিয়ে খুব সহজেই উকুন তাড়ানো যায়। মাথায় ভিনিগার মেখে চুল আঁচড়ে নিতে হবে। তার পর উষ্ণ গরম জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)
advertisement
advertisement
advertisement