Gut Problem: ঘুম ভেঙেই তলপেটে গুড়গুড়? যখন তখন পেটে মোচড়? জানুন নাছোড়বান্দা পেটের অসুখ থেকে মুক্তির উপায়

Last Updated:
Gut Problem:যখন তখন পেটখারাপে ভোগান্তির একশেষ? কোনও টোটকাই কাজে লাগছে না? হতে পারে আপনার ডায়েটেই লুকিয়ে সমস্যা৷
1/8
সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে পেট গুড়গুড় করছে? যখন তখন পেটখারাপে ভোগান্তির একশেষ? কোনও টোটকাই কাজে লাগছে না? হতে পারে আপনার ডায়েটেই লুকিয়ে সমস্যা৷
সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে পেট গুড়গুড় করছে? যখন তখন পেটখারাপে ভোগান্তির একশেষ? কোনও টোটকাই কাজে লাগছে না? হতে পারে আপনার ডায়েটেই লুকিয়ে সমস্যা৷
advertisement
2/8
‘সেল হোস্ট অ্যান্ড মাইক্রোব’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দাবি, ডায়েটে ফাইবার কম থাকলে পেটের গণ্ডগোল সারতেই চায় না৷ ফাইবারের ঘাটতিতে পেটে ক্ষতিকারক জীবাণু দুর্বল করে দেয় রোগ প্রতিরোধ শক্তি৷
‘সেল হোস্ট অ্যান্ড মাইক্রোব’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দাবি, ডায়েটে ফাইবার কম থাকলে পেটের গণ্ডগোল সারতেই চায় না৷ ফাইবারের ঘাটতিতে পেটে ক্ষতিকারক জীবাণু দুর্বল করে দেয় রোগ প্রতিরোধ শক্তি৷
advertisement
3/8
হজম সংক্রান্ত একাধিক সমস্যা যেমন ডায়রিয়া, পেট ফেঁপে ওঠা, ইনফ্লেম্যাটরি বাওয়েল ডিজিজ বা আইবিডি-সহ একাধিক রোগ দেখা দিতে পারে ফাইবারের অভাবে৷ বলছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা৷
হজম সংক্রান্ত একাধিক সমস্যা যেমন ডায়রিয়া, পেট ফেঁপে ওঠা, ইনফ্লেম্যাটরি বাওয়েল ডিজিজ বা আইবিডি-সহ একাধিক রোগ দেখা দিতে পারে ফাইবারের অভাবে৷ বলছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা৷
advertisement
4/8
ফল ও শাকসবজি অবশ্যই রাখুন ডায়েটে৷ বিশেষ করে মরশুমি ফল শাকসবজি ভুলবেন না খেতে৷ এগুলিতে প্রচুর ফাইবার৷ ক্যালরি কম৷ তাই উপকারিতায় ভরপুর৷
ফল ও শাকসবজি অবশ্যই রাখুন ডায়েটে৷ বিশেষ করে মরশুমি ফল শাকসবজি ভুলবেন না খেতে৷ এগুলিতে প্রচুর ফাইবার৷ ক্যালরি কম৷ তাই উপকারিতায় ভরপুর৷
advertisement
5/8
চাল, কিনোয়া, গম, ওটমিলের মতো গোটা দানাশস্য রাখুন ডায়েটে৷ এগুলিতে প্রচুর ফাইবার৷ তাই দীর্ঘ ক্ষণ পেটে থাকে৷ পরিপাক ক্রিয়া মসৃণ হয়৷
চাল, কিনোয়া, গম, ওটমিলের মতো গোটা দানাশস্য রাখুন ডায়েটে৷ এগুলিতে প্রচুর ফাইবার৷ তাই দীর্ঘ ক্ষণ পেটে থাকে৷ পরিপাক ক্রিয়া মসৃণ হয়৷
advertisement
6/8
চটজলদি চোখের খিদে মেটাতে ফাস্ট ফুডের বদলে খান ড্রাই ফ্রুটস এবং বাদাম৷ এই খাবারগুলি সুস্বাদু এবং স্বাস্থ্যকর৷ ওয়ালনাট, আমন্ড, পেস্তা, খেজুর, ডুমুর, কুমড়োর বীজ, চিয়া সিডস এবং ফ্ল্যাক্সসিড রাখুন ডায়েটে৷
চটজলদি চোখের খিদে মেটাতে ফাস্ট ফুডের বদলে খান ড্রাই ফ্রুটস এবং বাদাম৷ এই খাবারগুলি সুস্বাদু এবং স্বাস্থ্যকর৷ ওয়ালনাট, আমন্ড, পেস্তা, খেজুর, ডুমুর, কুমড়োর বীজ, চিয়া সিডস এবং ফ্ল্যাক্সসিড রাখুন ডায়েটে৷
advertisement
7/8
যে খাবার যত রিফাইন্ড, তার পুষ্টিমূল্য তত কম৷ ডায়েটে ফাইবারের ঘাটতি হবে রিফাইন্ড খাবার বেশি খেলে৷ হজমের পাশাপাশি মেটাবলিক প্রক্রিয়াও ব্যাহত হয়৷
যে খাবার যত রিফাইন্ড, তার পুষ্টিমূল্য তত কম৷ ডায়েটে ফাইবারের ঘাটতি হবে রিফাইন্ড খাবার বেশি খেলে৷ হজমের পাশাপাশি মেটাবলিক প্রক্রিয়াও ব্যাহত হয়৷
advertisement
8/8
পুষ্টিবিদদের মতে, ডাক্তারের পরামর্শ নিয়ে যত বেশি সম্ভব ডায়েটরি ফাইবার রাখুন ডায়েটে৷ এতে পেটের সমস্যা নিয়ন্ত্রিত হবে দ্রুত৷
পুষ্টিবিদদের মতে, ডাক্তারের পরামর্শ নিয়ে যত বেশি সম্ভব ডায়েটরি ফাইবার রাখুন ডায়েটে৷ এতে পেটের সমস্যা নিয়ন্ত্রিত হবে দ্রুত৷
advertisement
advertisement
advertisement