Orange Farming at Terrace Garden: কোনও বিরাট ব্যাপার নয়, আপনার ছাদের টবেও হবে মধু-মিষ্টি কমলালেবু, একটা ছোট 'ম্যাজিক'-এ ফুলেফেঁপে উঠবে গাছ
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
ছাদ বাগানে গাছ ভর্তি কমলালেবু! আমের জেলায় মিষ্টি স্বাদের কমলার বাহার
advertisement
advertisement
আকারে বড় খেতেও মিষ্টি মালদহের ছাদ বাগানে উৎপাদিত এই কমলা। মালদহ শহরের সিঙ্গাতলা এলাকার বাসিন্দা প্রাক্তন স্কুল শিক্ষক অতনু ঝাঁ। বাড়ির তিনতলার ছাদে তৈরি করেছে ছাদ বাগান। সেখানেই সখে গত চার বছর আগে দুইটি কমলালেবুর চারা লাগিয়েছিলেন। মালদহের মাটিতে আদৌ কমলালেবুর গাছ হয় কিনা, পরীক্ষামূলক ভাবে তিনি গাছ লাগিয়েছিলেন। কিন্তু চারা লাগানোর এক বছর পর থেকেই ফল হতে শুরু করেছে। (প্রতীকী ছবি)
advertisement
advertisement
advertisement
ছাদ বাগানে কমলা গাছ পরিচর্যা করতে তেমন কোন রাসায়নিক ব্যবহার করেননি তিনি। শুধুমাত্র জৈব সার দিয়েই এই ফলন হচ্ছে। নির্দিষ্ট সময়ে গাছে জল দেন তিনি। যে কেউ ছাদ বাগানে ও এই কমলা গাছ লাগাতে পারেন। ছাদ বাগানেও কমলার ফলন যে ব্যাপক হারে হতে পারে, তার দৃষ্টান্ত তৈরি করেছেন মালদহ শহরের প্রাক্তন শিক্ষক অতনু ঝাঁ।