Grey Hair Remedies: কম বয়সেই পাকা চুল? ভুলেও রং করবেন না! এই ৫ উপায়ে নিমেষে কালো হবে চুল! জানুন

Last Updated:
Grey Hair Remedies: পাকা চুল নিয়ে চিন্তার কিছু নেই! এই নিয়ম জানলেই দূর হবে সমস্যা! ঘন কালো চুল পেতে জানুন
1/6
অতিরিক্ত স্ট্রেস, অতিরিক্ত ধূমপান-মদ্যপান, হেরিডিটি, এনিমিয়া, অপুষ্টির কারণে তাড়াতাড়ি চুল সাদা হয়ে যায়। প্রসঙ্গত শরীরের ভিটামিন বি ১২এর অভাব ঘটলে বা থাইরয়েড হরমোনের ঘাটতি হলে চুল সাদা হয়ে যায়।  আবার অনেক সময়ে বংশগত কারণেও চুল সাদা হয়! কম বয়সেই চুল সাদা আজকাল অনেকের হয়! তবে চিন্তার কিছু নেই। প্রাকৃতিক উপায়ে মাত্র কয়েক দিনেই এই চুল ফের কালো করে ফেলা যায়! এমনকি সাদা চুল গজানো বন্ধ করা সম্ভব! photo source collected
অতিরিক্ত স্ট্রেস, অতিরিক্ত ধূমপান-মদ্যপান, হেরিডিটি, এনিমিয়া, অপুষ্টির কারণে তাড়াতাড়ি চুল সাদা হয়ে যায়। প্রসঙ্গত শরীরের ভিটামিন বি ১২এর অভাব ঘটলে বা থাইরয়েড হরমোনের ঘাটতি হলে চুল সাদা হয়ে যায়। আবার অনেক সময়ে বংশগত কারণেও চুল সাদা হয়! কম বয়সেই চুল সাদা আজকাল অনেকের হয়! তবে চিন্তার কিছু নেই। প্রাকৃতিক উপায়ে মাত্র কয়েক দিনেই এই চুল ফের কালো করে ফেলা যায়! এমনকি সাদা চুল গজানো বন্ধ করা সম্ভব! photo source collected
advertisement
2/6
নারকেল তেল ও হেনা সাদা চুল কালো করতে দারুণ কাজের। ৩-৪ চামচ নারকেল তেল গরম করে তাতে কয়েকটি মেহেন্দি পাতা দিয়ে ফোটান। যতক্ষণ না তেলের রঙ বাদামি হচ্ছে, ততক্ষণ ফোটাতে থাকুন। তেল ঠান্ডা হলে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত তেল লাগান। ১ ঘন্টা অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন! রোজ এই তেল মাখলে কয়েক সপ্তাহের মধ্যই সাদা চুল কালো হয়ে যায়। নতুন চুলও কালোই গজাবে!
নারকেল তেল ও হেনা সাদা চুল কালো করতে দারুণ কাজের। ৩-৪ চামচ নারকেল তেল গরম করে তাতে কয়েকটি মেহেন্দি পাতা দিয়ে ফোটান। যতক্ষণ না তেলের রঙ বাদামি হচ্ছে, ততক্ষণ ফোটাতে থাকুন। তেল ঠান্ডা হলে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত তেল লাগান। ১ ঘন্টা অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন! রোজ এই তেল মাখলে কয়েক সপ্তাহের মধ্যই সাদা চুল কালো হয়ে যায়। নতুন চুলও কালোই গজাবে!
advertisement
3/6
১ চামচ ক্যাস্টর তেল ও ২ চামচ সরষের তেল মিশিয়ে কয়েক সেকেন্ডের জন্য গরম করুন। তেল ঠান্ডা হলে চুলের গোড়ায় ও স্ক্যাল্পে দিয়ে ১০ মিনিট ধরে ভাল করে মাসাজ করুন। অন্তত ৪৫ মিনিট অপেক্ষা করার পর শ্যাম্পু করে নিন! কয়েকদিনে চুল কালো হয়ে যাবে!
১ চামচ ক্যাস্টর তেল ও ২ চামচ সরষের তেল মিশিয়ে কয়েক সেকেন্ডের জন্য গরম করুন। তেল ঠান্ডা হলে চুলের গোড়ায় ও স্ক্যাল্পে দিয়ে ১০ মিনিট ধরে ভাল করে মাসাজ করুন। অন্তত ৪৫ মিনিট অপেক্ষা করার পর শ্যাম্পু করে নিন! কয়েকদিনে চুল কালো হয়ে যাবে!
advertisement
4/6
২  চামচ আমলা পাউডার ও ৩ চামচ ফ্রোজেন নারকেল তেল মিশিয়ে গরম করুন! তেল ঠান্ডা হলে চুলের গোড়ায় দিয়ে মাসাজ করুন। সারারাত মাথায় তেল মেখে রাখুন। সপ্তাহে তিন দিন করুন। মাস খানেকে চুল কালো হবে।
২ চামচ আমলা পাউডার ও ৩ চামচ ফ্রোজেন নারকেল তেল মিশিয়ে গরম করুন! তেল ঠান্ডা হলে চুলের গোড়ায় দিয়ে মাসাজ করুন। সারারাত মাথায় তেল মেখে রাখুন। সপ্তাহে তিন দিন করুন। মাস খানেকে চুল কালো হবে।
advertisement
5/6
কেশুতি পাতার সঙ্গে আমলকি মিশিয়ে পেস্ট করুন। এতে দু চামচ নারকেল তেল মিশিয়ে নিন। চুলের গোড়ায় ভাল করে লাগিয়ে এক ঘণ্টা রাখুন। এর পর শ্যাম্পু করে নিন! কয়েকদিনেই কালো চুল পাবেন! নতুন চুলও গজাবে!
কেশুতি পাতার সঙ্গে আমলকি মিশিয়ে পেস্ট করুন। এতে দু চামচ নারকেল তেল মিশিয়ে নিন। চুলের গোড়ায় ভাল করে লাগিয়ে এক ঘণ্টা রাখুন। এর পর শ্যাম্পু করে নিন! কয়েকদিনেই কালো চুল পাবেন! নতুন চুলও গজাবে!
advertisement
6/6
নারকেল তেলের মধ্যে দুটো বিটামিন ই ক্যাপসুল কেটে দিয়ে দিন। একটা আমলকি কুচি কুচি করে কেটে দিয়ে দিন! এই তেল রোজ রাতে মাথায় মাখুন। কয়েকদিনেই কালো চুল পাবেন!
নারকেল তেলের মধ্যে দুটো বিটামিন ই ক্যাপসুল কেটে দিয়ে দিন। একটা আমলকি কুচি কুচি করে কেটে দিয়ে দিন! এই তেল রোজ রাতে মাথায় মাখুন। কয়েকদিনেই কালো চুল পাবেন!
advertisement
advertisement
advertisement