মটরশুঁটির মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করে ল্যাক্টিন, হতে পারে প্রাণঘাতী অসুখ, সতর্ক করছেন বিশেষজ্ঞরা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বিশেষজ্ঞরা বলছেন, মটরশুঁটি কেনার আগে সাবধান
advertisement
বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটি গাছের ‘ডিফেন্স মেকানিজম’ রয়েছে। এর ফলে গাছেরা নিজেদের দেহে ল্যাক্টিন উৎপন্ন করতে পারে। কীটপতঙ্গের হাত থেকে বাঁচার জন্য এই ল্যাক্টিন কাজে লাগায় গাছেরা। ল্যাক্টিনের সংস্পর্শে এলে পোকা-মাকড় পঙ্গু হয়ে যায়। সবজির বা দানাশস্যের সঙ্গে এটি মানবশরীরে প্রবেশ করলে তা বিষের কাজ করে।
advertisement
advertisement
advertisement