Get Rid Of Bad Mouth Odour: মুখ খুললেই পচা গন্ধ? গাদাগাদা মাউথ-ফ্রেশনারে আর খরচ নয়, এই সস্তার জিনিসেই ২ সেকেন্ডে গায়েব মুখের দুর্গন্ধ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
দিনে দু'বেলা দাঁত মাজেন, তবুও মুখে দুর্গন্ধ? মুখ খুললেই সবাই নাক সিঁটকায়? বলা বাহুল্য, এটা খুবই অস্বস্তিকর পরিস্থিতি
দিনে দু'বেলা দাঁত মাজেন, তবুও মুখে দুর্গন্ধ? মুখ খুললেই সবাই নাক সিঁটকায়? বলা বাহুল্য, এটা খুবই অস্বস্তিকর পরিস্থিতি। দাঁতের সমস্যা ও মুখের মধ্যে ব্যাক্টেরিয়া জমার ফলে মুখে দুর্গন্ধ হয়। নিঃশ্বাসে দুর্গন্ধ হওয়ার সমস্যাকে ডাক্তারি পরিভাষায় বলে 'হ্যালিটোসিস'। কম জল খাওয়া, পেটের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, ঘুমের সময় মুখ দিয়ে শ্বাস নেওয়ার ফলে মুখে দুর্গন্ধ হওয়ার সমস্যা বৃদ্ধি পায়। অশস্বস্তিতে ভুগবেন না, আপনার হেঁশেলে থাকা সাধারণ একটা উপাদান চিবিয়ে নিলেই দূর হবে মুখের পচা গন্ধ
advertisement
advertisement
মধু এবং দারচিনি--মধু এবং দারুচিনি উভয়েরই শক্তিশালী অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা মুখের ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমাতে এবং মাড়ি সুস্থ রাখতে সাহায্য করে। দাঁত এবং মাড়িতে নিয়মিত মধু এবং দারুচিনির পেস্ট লাগালে দাঁতের ক্ষয়, মাড়ি থেকে রক্তপাত এমনকী নিঃশ্বাসের দুর্গন্ধের ঝুঁকি কমায়।
advertisement
লবঙ্গ-- লবঙ্গ নিঃশ্বাসের দুর্গন্ধ এবং মাড়ি ফোলার সমস্যা থেকে মুক্তি দেয়। এর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য মুখের মধ্যে ব্যাকটেরিয়ার সংখ্যা কমায় এবং অন্যান্য দাঁতের সমস্যা যেমন রক্তপাত এবং দাঁতের ক্ষয় হওয়ার ঝুঁকি কমায়। নিঃশ্বাসের দুর্গন্ধের সমস্যা থেকে মুক্তি পেতে কয়েক টুকরো লবঙ্গ মুখে নিয়ে চিবিয়ে নিন।
advertisement
advertisement
মুখের ভিতর যদি পর্যাপ্ত পরিমাণে থুতু বা স্যালাইভা তৈরি না হয়, তখন সেই পরিস্থিতিকে বলে ড্রাই মাউথ। এই পরিস্থিতিতে শরীর নিজে থেকে মুখের ভিতর পরিষ্কার করতে পারে না। খাবারের কণা মুখের ভিতর রয়ে যায়, তার থেকেই মুখে দুর্গন্ধ হয়। নানা কারণে মুখের ভিতর শুষ্ক হয়ে যেতে পারে,যেমন ডিডাইড্রেশন, তামাক সেবন, কফি বা অ্যালকোহল খাওয়া, শুকনো ও মশলাদার খাবার খাওয়া।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement