'আন্টি, আর ভুলেও যেও না...'! জীবনে প্রথমবার ট্রেনের 'জেনারেল' কোচে উঠলেন মহিলা, মুহূর্তে যা ঘটল, নিমেষে ছুটল ঘাম

Last Updated:
General Coach: সহজে ও সময়ে জায়গায় পৌঁছনোর জন্য ট্রেনের জুড়ি মেলা ভার। মাঝে মাঝে ছাড়াও জানালার বাইরের মনোরম দৃশ্য উপভোগ, সহযাত্রীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডা, এবং এই সবকিছুর সঙ্গে জড়িয়ে থাকা হালকা আনন্দঘন পরিবেশে স্বাচ্ছন্দে যাত্রা, ছোট থেকে বড় সকলের জন্যই ট্রেন যাত্রাকে কখনও কখনও বেশ আকর্ষণীয় করে তোলে। কিন্তু, এই যাত্রা সবার জন্য এক রকম হয় না।
1/11
ভারতের সবচেয়ে জনপ্রিয় গণপরিষেবা নিঃসন্দেহে ট্রেন। আজও, আমাদের দেশে দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য ট্রেনকে সবচেয়ে পছন্দের এবং সুবিধাজনক পরিবহন মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। প্রতিদিন হাজার হাজার মানুষ রেলপথে যাতায়াত করেন। সাশ্রয়ী এবং সময়মত গন্তব্যে পৌঁছনোর মাধ্যম হিসেবে ট্রেন অত্যন্ত জনপ্রিয় একটি পরিষেবা। File Image
ভারতের সবচেয়ে জনপ্রিয় গণপরিষেবা নিঃসন্দেহে ট্রেন। আজও, আমাদের দেশে দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য ট্রেনকে সবচেয়ে পছন্দের এবং সুবিধাজনক পরিবহন মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। প্রতিদিন হাজার হাজার মানুষ রেলপথে যাতায়াত করেন। সাশ্রয়ী এবং সময়মত গন্তব্যে পৌঁছনোর মাধ্যম হিসেবে ট্রেন অত্যন্ত জনপ্রিয় একটি পরিষেবা। File Image
advertisement
2/11
সহজে ও সময়ে জায়গায় পৌঁছনোর জন্য ট্রেনের জুড়ি মেলা ভার। মাঝে মাঝে ছাড়াও জানালার বাইরের মনোরম দৃশ্য উপভোগ, সহযাত্রীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডা, এবং এই সবকিছুর সঙ্গে জড়িয়ে থাকা হালকা আনন্দঘন পরিবেশে স্বাচ্ছন্দে যাত্রা, ছোট থেকে বড় সকলের জন্যই ট্রেন যাত্রাকে কখনও কখনও বেশ আকর্ষণীয় করে তোলে। কিন্তু, এই যাত্রা সবার জন্য এক রকম হয় না। File Image 
সহজে ও সময়ে জায়গায় পৌঁছনোর জন্য ট্রেনের জুড়ি মেলা ভার। মাঝে মাঝে ছাড়াও জানালার বাইরের মনোরম দৃশ্য উপভোগ, সহযাত্রীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডা, এবং এই সবকিছুর সঙ্গে জড়িয়ে থাকা হালকা আনন্দঘন পরিবেশে স্বাচ্ছন্দে যাত্রা, ছোট থেকে বড় সকলের জন্যই ট্রেন যাত্রাকে কখনও কখনও বেশ আকর্ষণীয় করে তোলে। কিন্তু, এই যাত্রা সবার জন্য এক রকম হয় না। File Image
advertisement
3/11
যদিও ট্রেন যাত্রা অপেক্ষাকৃত কম ব্যয়বহুল, তবুও সবসময় কিন্তু এটি আরামদায়ক মোটেই নয়। ট্রেনে মাঝে মাঝে এত ভিড় থাকে যে মানুষ দাঁড়াতে পর্যন্ত পারে না। অবশ্য যাঁরা প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন তাঁদের ক্ষেত্রে এটি খুবই সাধারণ। কিন্তু যাঁরা প্রথমবার ট্রেনে ভ্রমণ করছেন, তাঁদের জন্য এই অভিজ্ঞতা খুবই ভয়াবহ বা তিক্ত হয়ে উঠতে পারে। File 
যদিও ট্রেন যাত্রা অপেক্ষাকৃত কম ব্যয়বহুল, তবুও সবসময় কিন্তু এটি আরামদায়ক মোটেই নয়। ট্রেনে মাঝে মাঝে এত ভিড় থাকে যে মানুষ দাঁড়াতে পর্যন্ত পারে না। অবশ্য যাঁরা প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন তাঁদের ক্ষেত্রে এটি খুবই সাধারণ। কিন্তু যাঁরা প্রথমবার ট্রেনে ভ্রমণ করছেন, তাঁদের জন্য এই অভিজ্ঞতা খুবই ভয়াবহ বা তিক্ত হয়ে উঠতে পারে। File
advertisement
4/11
সম্প্রতি এই ট্রেনেই একজন মহিলার এমন কিছু ঘটে যা তাঁর জীবন বদলে দিয়েছে। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় এই চরম অভিজ্ঞতা সম্পর্কে একটি পোস্ট শেয়ার করেছেন যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে মুহূর্তের মধ্যে। এই পোস্টটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে ওঠে। কী এমন ঘটেছে এই মহিলার সঙ্গে? File Image
সম্প্রতি এই ট্রেনেই একজন মহিলার এমন কিছু ঘটে যা তাঁর জীবন বদলে দিয়েছে। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় এই চরম অভিজ্ঞতা সম্পর্কে একটি পোস্ট শেয়ার করেছেন যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে মুহূর্তের মধ্যে। এই পোস্টটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে ওঠে। কী এমন ঘটেছে এই মহিলার সঙ্গে? File Image
advertisement
5/11
মহিলাটি আসলে ভেবেছিলেন ট্রেনের জেনারেল কোচে উঠলে তিনি অন্তত একটা আসন ঠিক পেয়েই যাবেন। নিদেনপক্ষে কোনওরকমে বসেই যেতে পারবেন গন্তব্যে। কিন্তু ট্রেনটি যখন স্টেশনে এসে পৌঁছল, তখনই আসল গল্পটি তিনি বুঝতে পারলেন। Representative File Image
মহিলাটি আসলে ভেবেছিলেন ট্রেনের জেনারেল কোচে উঠলে তিনি অন্তত একটা আসন ঠিক পেয়েই যাবেন। নিদেনপক্ষে কোনওরকমে বসেই যেতে পারবেন গন্তব্যে। কিন্তু ট্রেনটি যখন স্টেশনে এসে পৌঁছল, তখনই আসল গল্পটি তিনি বুঝতে পারলেন। Representative File Image
advertisement
6/11
জেনারেল কোচে এত প্রবল ভিড় ছিল যে ট্রেনে ওঠা তো দূরের কথা, বসারও জায়গা ছিল না। ধাক্কাধাক্কি আর ঠেলাঠেলি করে অবশেষে কোনওমতে তিনি ট্রেনে উঠলেও বসার জায়গা পাননি, এমনকি দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না।
জেনারেল কোচে এত প্রবল ভিড় ছিল যে ট্রেনে ওঠা তো দূরের কথা, বসারও জায়গা ছিল না। ধাক্কাধাক্কি আর ঠেলাঠেলি করে অবশেষে কোনওমতে তিনি ট্রেনে উঠলেও বসার জায়গা পাননি, এমনকি দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না।
advertisement
7/11
মহিলা টানা দু-ঘণ্টা ধরে দাঁড়িয়ে ছিলেন। ক্লান্তি, বিভ্রান্তি এবং গরমের হাঁসফাঁস হাল তাঁর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর এমন প্রভাব ফেলে যে তিনি প্রায় অসুস্থ হয়ে পড়েন। ভয়ঙ্কর এই অভিজ্ঞতার পর মহিলা কার্যত ভেঙে পড়েন, তবে এই ঘটনায় ট্রেন সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে গিয়েছে। File Image
মহিলা টানা দু-ঘণ্টা ধরে দাঁড়িয়ে ছিলেন। ক্লান্তি, বিভ্রান্তি এবং গরমের হাঁসফাঁস হাল তাঁর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর এমন প্রভাব ফেলে যে তিনি প্রায় অসুস্থ হয়ে পড়েন। ভয়ঙ্কর এই অভিজ্ঞতার পর মহিলা কার্যত ভেঙে পড়েন, তবে এই ঘটনায় ট্রেন সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে গিয়েছে। File Image
advertisement
8/11
রেডিটে 'byu/SuitableAttention430' অ্যাকাউন্টের অধীনে এই অভিজ্ঞতা শেয়ার করে মহিলা লেখেন, "এই যাত্রাটি আমার জন্য খুবই কঠিন ছিল, কিন্তু তার চেয়েও বেশি হল, এই ঘটনায় আমি বুঝতে পেরেছি কিছু মানুষ কতটা ধৈর্য ধরে এই ভাবে প্রতিদিন তাঁদের জীবনযাপন করেন।"
রেডিটে 'byu/SuitableAttention430' অ্যাকাউন্টের অধীনে এই অভিজ্ঞতা শেয়ার করে মহিলা লেখেন, "এই যাত্রাটি আমার জন্য খুবই কঠিন ছিল, কিন্তু তার চেয়েও বেশি হল, এই ঘটনায় আমি বুঝতে পেরেছি কিছু মানুষ কতটা ধৈর্য ধরে এই ভাবে প্রতিদিন তাঁদের জীবনযাপন করেন।"
advertisement
9/11
"কী ভাবে ট্রেনের নিত্যযাত্রীরা প্রতিদিন এই একই পরিস্থিতি মেনে নেন এবং মেনে নিয়েই কোনও অনুযোগ ছাড়া এগিয়ে যেতে থাকেন। এটি দেখে আমি তাদের আরও বেশি সম্মান করতে শুরু করেছি।"
"কী ভাবে ট্রেনের নিত্যযাত্রীরা প্রতিদিন এই একই পরিস্থিতি মেনে নেন এবং মেনে নিয়েই কোনও অনুযোগ ছাড়া এগিয়ে যেতে থাকেন। এটি দেখে আমি তাদের আরও বেশি সম্মান করতে শুরু করেছি।"
advertisement
10/11
মহিলার এই পোস্টটি হাজার হাজার মানুষ পড়েছেন এবং তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন, এবং এই পোস্টের কমেন্টে অনেকেই তাঁদের নিজস্ব অনুরূপ অভিজ্ঞতা যোগ করেছেন।
মহিলার এই পোস্টটি হাজার হাজার মানুষ পড়েছেন এবং তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন, এবং এই পোস্টের কমেন্টে অনেকেই তাঁদের নিজস্ব অনুরূপ অভিজ্ঞতা যোগ করেছেন।
advertisement
11/11
মহিলার এই অভিজ্ঞতাই বলে দেয় ট্রেনে ভ্রমণ কেবল এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার উপায় নয়, বরং এটি এক অন্যরকম সংগ্রাম, সম্প্রীতি এবং মানবিক আবেগের প্রতিচ্ছবি। এটি শুধু ওই মহিলার অভিজ্ঞতা নয়। এটি প্রতিদিন জেনারেল বগিতে ভ্রমণকারী হাজার হাজার যাত্রীর গল্প। File Image
মহিলার এই অভিজ্ঞতাই বলে দেয় ট্রেনে ভ্রমণ কেবল এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার উপায় নয়, বরং এটি এক অন্যরকম সংগ্রাম, সম্প্রীতি এবং মানবিক আবেগের প্রতিচ্ছবি। এটি শুধু ওই মহিলার অভিজ্ঞতা নয়। এটি প্রতিদিন জেনারেল বগিতে ভ্রমণকারী হাজার হাজার যাত্রীর গল্প। File Image
advertisement
advertisement
advertisement