Garlic in haircare: বর্ষা আসার আগেই চুল নিয়ে চিন্তিত? রান্নাঘরের রসুন কিন্তু চুলের যত্নে অব্যর্থ

Last Updated:
Garlic in haircare: রসুনের তেল বা পেস্ট চুলে লাগালে নতুন চুল গজাতে সাহায্য করে ৷ রসুনের সালফার চুল মজবুত করে ৷
1/7
বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে চুলের সমস্যা৷ চুলে প্রাকৃতিক প্রোটিনের উৎপাদন কম হওয়ায় চুল ক্রমশ পাতলা ও প্রাণহীন হয়ে পড়ে ৷ খুসকি-সহ নানা সমস্যায় নতুন চুলের জন্ম বাধা পায়৷
বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে চুলের সমস্যা৷ চুলে প্রাকৃতিক প্রোটিনের উৎপাদন কম হওয়ায় চুল ক্রমশ পাতলা ও প্রাণহীন হয়ে পড়ে ৷ খুসকি-সহ নানা সমস্যায় নতুন চুলের জন্ম বাধা পায়৷
advertisement
2/7
চুলের যত্নে রসুন জুড়িহীন ৷ কারণ রসুনে আছে ভিটামিন বি-৬, ভিটামিন সি, ম্যাঙ্গানিজ ও সেলেনিয়াম৷ রসুনের তেল বা পেস্ট চুলে লাগালে নতুন চুল গজাতে সাহায্য করে ৷ রসুনের সালফার চুল মজবুত করে ৷
চুলের যত্নে রসুন জুড়িহীন ৷ কারণ রসুনে আছে ভিটামিন বি-৬, ভিটামিন সি, ম্যাঙ্গানিজ ও সেলেনিয়াম৷ রসুনের তেল বা পেস্ট চুলে লাগালে নতুন চুল গজাতে সাহায্য করে ৷ রসুনের সালফার চুল মজবুত করে ৷
advertisement
3/7
চুলে আছে অ্যান্টি মাইক্রোবিয়াল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ ৷ ফলে চুলের গোড়ায় জীবাণুকে বা বাঁধতে দেয় না৷ পরিষ্কার স্ক্যাল্পে চুলের বৃদ্ধি ভাল হয় ৷
চুলে আছে অ্যান্টি মাইক্রোবিয়াল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ ৷ ফলে চুলের গোড়ায় জীবাণুকে বা বাঁধতে দেয় না৷ পরিষ্কার স্ক্যাল্পে চুলের বৃদ্ধি ভাল হয় ৷
advertisement
4/7
সূর্যের অতিবেগুনি রশ্মিতে ক্ষতিগ্রস্ত হয় প্রাকৃতিক কেরাটিন প্রোটিন ৷ ফলে চুল উঠে যেতে থাকে ৷ চুলে রসুনের প্রলেপে অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা পায় ৷
সূর্যের অতিবেগুনি রশ্মিতে ক্ষতিগ্রস্ত হয় প্রাকৃতিক কেরাটিন প্রোটিন ৷ ফলে চুল উঠে যেতে থাকে ৷ চুলে রসুনের প্রলেপে অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা পায় ৷
advertisement
5/7
রসুনের পেস্ট তৈরির জন্য আগে কয়েক চামচ তেল গরম করে নিন ৷ তার পর ব্লেন্ডারে খোসা ছাড়ানো রসুনের কোয়া পিষে নিন ৷ এ বার ওই মিশ্রণ তেলে দিয়ে কিছু ক্ষণ নাড়তে থাকুন ৷
রসুনের পেস্ট তৈরির জন্য আগে কয়েক চামচ তেল গরম করে নিন ৷ তার পর ব্লেন্ডারে খোসা ছাড়ানো রসুনের কোয়া পিষে নিন ৷ এ বার ওই মিশ্রণ তেলে দিয়ে কিছু ক্ষণ নাড়তে থাকুন ৷
advertisement
6/7
মিশ্রণের রং বাদামি হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন ৷ এ বার ঠান্ডা করে মিশ্রণটি ছেঁকে নিন ৷ আপনার রূপটান তৈরি ৷
মিশ্রণের রং বাদামি হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন ৷ এ বার ঠান্ডা করে মিশ্রণটি ছেঁকে নিন ৷ আপনার রূপটান তৈরি ৷
advertisement
7/7
চুলের গোড়ায় এই মিশ্রণ মালিশ করুন ১৫ মিনিট ধরে ৷ এ বার উষ্ণ জলে ভেজানো তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন ৷ ১৫ মিনিট পর মৃদু শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন ৷ সপ্তাহে ১ থেকে ৩ বার চুলের যত্নে এই রূপটান ব্যবহার করুন ৷
চুলের গোড়ায় এই মিশ্রণ মালিশ করুন ১৫ মিনিট ধরে ৷ এ বার উষ্ণ জলে ভেজানো তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন ৷ ১৫ মিনিট পর মৃদু শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন ৷ সপ্তাহে ১ থেকে ৩ বার চুলের যত্নে এই রূপটান ব্যবহার করুন ৷
advertisement
advertisement
advertisement