Gardening: ১০ টাকা খরচে বাড়িতে এই গাছ লাগালেই মুশকিল-আসান,এর পাতাতেই সারবে ডায়াবেটিস, হজমের সমস্যা, ঘরে একটা পোকাও ঢুকবে না
- Published by:Rukmini Mazumder
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
এই গাছ প্রাকৃতিক এয়ার ফ্রেশনারের কাজও করে। রান্নাঘরে রাখলে পোকামাকড় ও আরশোলা দূরে থাকে।
advertisement
আয়ুর্বেদিক চিকিৎসক ডা. পিন্টু ভারতী জানান যে, তেজপাতা গাছ থেকে যে পাতা পাওয়া যায়, তা মশলা ছাড়াও আয়ুর্বেদিক ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়। তেজপাতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ভিটামিন সি পাওয়া যায়। কেউ যদি বাড়িতে টবে এই গাছ লাগাতে চান, তবে জেনে খুশি হবেন যে রোপণ থেকে শুরু করে বৃদ্ধি পর্যন্ত, তেজপাতা গাছের পিছনে খুব বেশি পরিশ্রম করার দরকার নেই।
advertisement
advertisement
advertisement
তেজপাতা খাবারের স্বাদ বাড়ায়। এটি বিরিয়ানি, পোলাও, খিচুড়ি এবং ডালে তড়কা দিতে ব্যবহার করা হয়। যে কোনও নিরামিষ পদ তেজপাতা ছাড়া অসম্পূর্ণ । আয়ুর্বেদিক চিকিৎসক ডা. পিন্টু ভারতী বলেন, তেজপাতা হজমশক্তি বাড়াতে সাহায্য করে। তেজপাতার ক্বাথ সেবন সর্দি-কাশিতে উপকার দেয়। একই সঙ্গে এটি ডায়াবেটিস রোগীদের জন্যও উপকারী। এর অনেক ঘরোয়া ব্যবহারও রয়েছে। তেজপাতা প্রাকৃতিক এয়ার ফ্রেশনারের কাজও করে। রান্নাঘরে রাখলে পোকামাকড় ও আরশোলা দূরে থাকে।