Gardening Tips for Rangan or Burning Love Flower: ১ চামচেই বাজিমাত! রান্নাঘরের এই টক তরল দিন মাটিতে! গরমেও থোকা থোকা ফুলে ঢাকবে রঙ্গনগাছ! দেখা যাবে না পাতা

Last Updated:
Gardening Tips for Rangan or Burning Love Flower: জেনে নিন গরমে কীভাবে যত্ন করবেন এই গাছের। ছোট্ট টিপস মানলেই বাহারি ফুলে ঢাকবে গাছ। দেখা যাবে না পাতা।
1/8
 থোকায় থোকায় ফুল ফোটে রঙ্গনগাছে। লাল, হলুদ, গোলাপি নানা রঙে দেখা যায় এই ঝাঁকড়া ফুলগাছকে। জমিতে বা টবে অতি সামান্য যত্নেই প্রচুর ফুল ফুটবে।
থোকায় থোকায় ফুল ফোটে রঙ্গনগাছে। লাল, হলুদ, গোলাপি নানা রঙে দেখা যায় এই ঝাঁকড়া ফুলগাছকে। জমিতে বা টবে অতি সামান্য যত্নেই প্রচুর ফুল ফুটবে।
advertisement
2/8
জেনে নিন গরমে কীভাবে যত্ন করবেন এই গাছের। ছোট্ট টিপস মানলেই বাহারি ফুলে ঢাকবে গাছ। দেখা যাবে না পাতা।
জেনে নিন গরমে কীভাবে যত্ন করবেন এই গাছের। ছোট্ট টিপস মানলেই বাহারি ফুলে ঢাকবে গাছ। দেখা যাবে না পাতা।
advertisement
3/8
সম পরিমাণ ভার্মিকম্পোস্ট বা পাতা পচা সার, ১ বছরের পুরনো গোবর সার, নদীর বালিমাটি, গার্ডেন সয়েল নদীর কোকোপিট মিশিয়ে তৈরি করুন গাছেন জমিন।
সম পরিমাণ ভার্মিকম্পোস্ট বা পাতা পচা সার, ১ বছরের পুরনো গোবর সার, নদীর বালিমাটি, গার্ডেন সয়েল নদীর কোকোপিট মিশিয়ে তৈরি করুন গাছেন জমিন।
advertisement
4/8
দেখবেন টবে যেন মাটি ঝুরঝুরে হয়। গাছের গোড়ায় যেন জল না দাঁড়ায়। পূর্ণ রোদে বা হাল্কা ছায়ায় রাখুন এই গাছ।
দেখবেন টবে যেন মাটি ঝুরঝুরে হয়। গাছের গোড়ায় যেন জল না দাঁড়ায়। পূর্ণ রোদে বা হাল্কা ছায়ায় রাখুন এই গাছ।
advertisement
5/8
১ লিটার জলে দেড় চামচ ভিনিগার গুলে টবের আয়তন বুঝে দিন। মাসে একবার এটা করতে হবে। কারণ রঙ্গনগাছের মাটি আম্লিক হওয়া দরকার।
১ লিটার জলে দেড় চামচ ভিনিগার গুলে টবের আয়তন বুঝে দিন। মাসে একবার এটা করতে হবে। কারণ রঙ্গনগাছের মাটি আম্লিক হওয়া দরকার।
advertisement
6/8
কম দিনে প্রচুর ফুল পেতে রঙ্গনগাছে দিন জৈব সার। ১৫-২০ দিন অন্তর হাড়গুঁড়ো, সরষে খোল বা অন্যান্য জৈব সার দিতে পারেন।
কম দিনে প্রচুর ফুল পেতে রঙ্গনগাছে দিন জৈব সার। ১৫-২০ দিন অন্তর হাড়গুঁড়ো, সরষে খোল বা অন্যান্য জৈব সার দিতে পারেন।
advertisement
7/8
শীতে রঙ্গনগাছ ঝিমিয়ে পড়ে। গরমে আবার ফুল আসতে শুরু করে এই গাছে। গাছ ঝাঁকড়া হয়ে গেলে পাতা ছেঁটে প্রুনিং করুন। গাছের গোড়ায় আগাছা থাকলে তুলে ফেলে দিন।
শীতে রঙ্গনগাছ ঝিমিয়ে পড়ে। গরমে আবার ফুল আসতে শুরু করে এই গাছে। গাছ ঝাঁকড়া হয়ে গেলে পাতা ছেঁটে প্রুনিং করুন। গাছের গোড়ায় আগাছা থাকলে তুলে ফেলে দিন।
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement