Tourism: সিকিম-কালিম্পং যাচ্ছেন? খরচ চারগুণ বেড়েছে, নাজেহাল পর্যটকরা, কারণ...
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
জাতীয় সড়ক বন্ধ! ঘুরপথে পাহাড়ে যেতে দ্বিগুণ ভাড়ায় নাজেহাল পর্যটকরা
পর্যটনের ভরা মরশুমে এখন সকলেই শীতলতার খোঁজে পাহাড়ে ছুটছেন। তবে পাহাড়ে যেতেও কালঘাম ছুটছে এখন পর্যটকদের। কারণ মেরামতির জন্য সোমবার সকাল থেকে কালিম্পং এবং সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ করা হয়েছে। ফলে ঘুরপথে যেতে হচ্ছে সিকিম বা কালিম্পং। পর্যটকদের অভিযোগ,রাস্তা বন্ধ থাকার সুযোগকে কাজে লাগাচ্ছেন গাড়ি চালকরা। (অনির্বাণ রায়)
advertisement
advertisement
advertisement
যতদিন না রাস্তার ঠিক হচ্ছে ততদিন ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। যার ফলে দ্বিগুণ তিনগুণ ভাড়া চাইছে গাড়ি চালকরা।সবাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েই পাহাড়ে যাচ্ছেন পর্যটকরা।পর্যটনের ভরা মরশুমে এখন ঠাসা ভিড় দার্জিলিং ও নিকটবর্তী ভ্রমণস্থানগুলিতে। তার মধ্যে গাড়ি ভাড়া নিয়ে দ্বিগুণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পর্যকটকদের।
advertisement
কলকাতা থেকে আগত এক পর্যটক জানান, " পাহাড়ের রাস্তায় যে বন্ধ থাকবে সেটা জানতাম না। এখানে এসে জানতে পারি যে রাস্তা বন্ধ খানিকটা ঘুরে যেতে হবে সিকিম। তাই দ্বিগুণ ভাড়া। বাধ্য হয়ে যেতেই হচ্ছে। অন্যদিকে সিকিমগামী গাড়ির চালক জানান, "যেহেতু ঘুরপথে যেতে হচ্ছে তাই তেল খরচটা অনেকটাই বেশি । সেই জন্য স্বাভাবিক ভাড়ার থেকে একটু বেশি ভাড়া নেওয়া হচ্ছে। তবে জাতীয় সড়ক চালু হয়ে গেলে ভাড়া পুনরায় কমে আসবে বলেই জানাচ্ছেন চালকরা। তবে, এই কদিনের জন্য বাড়তি টাকা ভাড়া নেওয়ায় যথেষ্ট ক্ষুব্ধ পর্যটকরা।