Gifts G20 Leaders Took Home from India: শিশুকাঠের সিন্দুক, আতর, জাফরান, পশমিনা, আতর, চা, কফি থেকে মধু...দুষ্প্রাপ্য ও অমূল্য উপহার দেওয়া হল জি ২০-তে আগত নেতাদের

Last Updated:
Gifts G20 Leaders Took Home from India: উপহারের ডালি সাজিয়ে তাঁদের হাতে তুলে দিল আমন্ত্রণকারী তথা আয়োজক ভারত
1/10
কাশ্মীরের আতর ও পশমিনা, দার্জিলিঙের সুবাসিত চা, আরাকু উপত্যকার কফি, জিঘরানার আতর-এরকমই অজস্র মহার্ঘ্য উপহার যেখানে মিশে আছে ভারতীয় শিকড়ের গন্ধ৷ দেওয়া হল জি-২০ সম্মেলনে আগত বিশ্বের নানা দেশের নেতাদের৷ উপহারের ডালি সাজিয়ে তাঁদের হাতে তুলে দিল আমন্ত্রণকারী তথা আয়োজক ভারত৷
কাশ্মীরের আতর ও পশমিনা, দার্জিলিঙের সুবাসিত চা, আরাকু উপত্যকার কফি, জিঘরানার আতর-এরকমই অজস্র মহার্ঘ্য উপহার যেখানে মিশে আছে ভারতীয় শিকড়ের গন্ধ৷ দেওয়া হল জি-২০ সম্মেলনে আগত বিশ্বের নানা দেশের নেতাদের৷ উপহারের ডালি সাজিয়ে তাঁদের হাতে তুলে দিল আমন্ত্রণকারী তথা আয়োজক ভারত৷
advertisement
2/10
বিশ্ববরেণ্য নেতাদের দেওয়া হয়েছে ভারতীয় ঘরানায় তৈরি শিশুকাঠের সিন্দুক৷ অত্যন্ত মজবুত বলে জগতজোড়া খ্যাতি এই সিন্দুকের৷ আভিজাত্যের প্রতীক এই সিন্দুকের গায়ে কারুকাজ করা হয়েছে পিতলের৷
বিশ্ববরেণ্য নেতাদের দেওয়া হয়েছে ভারতীয় ঘরানায় তৈরি শিশুকাঠের সিন্দুক৷ অত্যন্ত মজবুত বলে জগতজোড়া খ্যাতি এই সিন্দুকের৷ আভিজাত্যের প্রতীক এই সিন্দুকের গায়ে কারুকাজ করা হয়েছে পিতলের৷
advertisement
3/10
বিশ্বে দামিতম মশলা হল কাশ্মীরের জাফরান৷ যুগ যুগ ধরে এর কদর রন্ধনে ও ওষধিতে৷ স্বাদগন্ধ ও বর্ণে সেরা এই মশলা দামি ও দুষ্প্রাপ্য৷ কাশ্মীরের খাঁটি জাফরান উপহার দেওয়া হয়েছে জি-২০ তে আগত নেতাদের
বিশ্বে দামিতম মশলা হল কাশ্মীরের জাফরান৷ যুগ যুগ ধরে এর কদর রন্ধনে ও ওষধিতে৷ স্বাদগন্ধ ও বর্ণে সেরা এই মশলা দামি ও দুষ্প্রাপ্য৷ কাশ্মীরের খাঁটি জাফরান উপহার দেওয়া হয়েছে জি-২০ তে আগত নেতাদের
advertisement
4/10
দার্জিলিঙের চা পৃথিবীর সব চায়ের মধ্যে সেরা৷ এর সুবাসের সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ পৃথিবীর অন্যান্য চা৷ সেই সুগন্ধি চায়ের সঙ্গে অতিথিদের উপহার দেওয়া হয়েছে দাক্ষিণাত্যের নীলগিরি পার্বত্য অংশে উৎপাদিত চা-ও৷
দার্জিলিঙের চা পৃথিবীর সব চায়ের মধ্যে সেরা৷ এর সুবাসের সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ পৃথিবীর অন্যান্য চা৷ সেই সুগন্ধি চায়ের সঙ্গে অতিথিদের উপহার দেওয়া হয়েছে দাক্ষিণাত্যের নীলগিরি পার্বত্য অংশে উৎপাদিত চা-ও৷
advertisement
5/10
অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকার কফিতে মিশে আছে সুবাস ও নির্ভেজাল স্বাদ৷ সেই উপত্যকার অর্গানিক কফিও নিজেদের দেশে নিয়ে গিয়েছেন আগত অতিথিরা৷
অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকার কফিতে মিশে আছে সুবাস ও নির্ভেজাল স্বাদ৷ সেই উপত্যকার অর্গানিক কফিও নিজেদের দেশে নিয়ে গিয়েছেন আগত অতিথিরা৷
advertisement
6/10
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রাণের ঝুঁকি নিয়ে মধু সংগ্রহ করেন মউলিরা৷ সেই মধুর নির্যাসে কার্যত অমৃতের স্বাদ৷ সেই নিখাদ মধুও রয়েছে অতিথিদের উপহার সম্ভারে৷
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রাণের ঝুঁকি নিয়ে মধু সংগ্রহ করেন মউলিরা৷ সেই মধুর নির্যাসে কার্যত অমৃতের স্বাদ৷ সেই নিখাদ মধুও রয়েছে অতিথিদের উপহার সম্ভারে৷
advertisement
7/10
সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪ হাজার ফিট উচ্চতায় কাশ্মীরে পার্বত্য অংশে বিশেষ এক প্রজাতির (ক্যাশমেয়ার) ছাগলের দেহ থেকে ঝরে যাওয়া লোম থেকে তৈরি হয় পশমিনা৷ তাদের দেহ আঁচড়ে সংগ্রহ করা হয় পশমিনার কাঁচামাল৷ সেই শালের পরশ অপার্থিব৷ সেই পশমিনা শালও উপহার দেওয়া হয়েছে৷
সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪ হাজার ফিট উচ্চতায় কাশ্মীরে পার্বত্য অংশে বিশেষ এক প্রজাতির (ক্যাশমেয়ার) ছাগলের দেহ থেকে ঝরে যাওয়া লোম থেকে তৈরি হয় পশমিনা৷ তাদের দেহ আঁচড়ে সংগ্রহ করা হয় পশমিনার কাঁচামাল৷ সেই শালের পরশ অপার্থিব৷ সেই পশমিনা শালও উপহার দেওয়া হয়েছে৷
advertisement
8/10
উত্তরপ্রদেশের কনৌজে তৈরি হয় জিঘরানা আতর৷ ভোরবেলা সংগৃহীত জুঁই ও গোলাপ থেকেই তৈরি হয় এই সুগন্ধি৷ রাজকীয় আভিজাত্যের প্রতীক সেই আতর রয়েছে উপঢৌকনে৷
উত্তরপ্রদেশের কনৌজে তৈরি হয় জিঘরানা আতর৷ ভোরবেলা সংগৃহীত জুঁই ও গোলাপ থেকেই তৈরি হয় এই সুগন্ধি৷ রাজকীয় আভিজাত্যের প্রতীক সেই আতর রয়েছে উপঢৌকনে৷
advertisement
9/10
ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রতীক খাদিবস্ত্র৷ সেই খাদি সম্ভারের উত্তরীয় উপহার দেওয়া হয়েছে জি-২০ থেকে ফিরে যাওয়া অতিথিদের৷
ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রতীক খাদিবস্ত্র৷ সেই খাদি সম্ভারের উত্তরীয় উপহার দেওয়া হয়েছে জি-২০ থেকে ফিরে যাওয়া অতিথিদের৷
advertisement
10/10
জি-২০ উপলক্ষে বিশেষ ডাকটিকিট ও মুদ্রা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই ডাকটিকিট ও মুদ্রা উপহার দেওয়া হয়েছে অতিথিদের৷
জি-২০ উপলক্ষে বিশেষ ডাকটিকিট ও মুদ্রা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই ডাকটিকিট ও মুদ্রা উপহার দেওয়া হয়েছে অতিথিদের৷
advertisement
advertisement
advertisement