Ayurvedic Remedies for Fungal Infection: হাতে পায়ে হাজা সংক্রমণে কষ্ট পান বর্ষাকালে? রইল আয়ুর্বেদিক টোটকা

Last Updated:
Ayurvedic Remedies for Fungal Infection: কিছু আয়ুর্বেদিক টোটকা আছে, যেগুলি মানলে মুক্তি পাওয়া যায় হাজা-র মতো চর্মরোগ থেকে
1/7
উপযুক্ত যত্নের অভাবে অনেকের ত্বকে দাদ, হাজা, চুলকানির মতো সমস্যা রয়ে যায়। ঠিকমতো সারতে চায় না এই অসুখ। বর্ষাকাল এলে ত্বকের এই অসুখগুলি মাথাচাড়া দেয়।
উপযুক্ত যত্নের অভাবে অনেকের ত্বকে দাদ, হাজা, চুলকানির মতো সমস্যা রয়ে যায়। ঠিকমতো সারতে চায় না এই অসুখ। বর্ষাকাল এলে ত্বকের এই অসুখগুলি মাথাচাড়া দেয়।
advertisement
2/7
বাজারচলতি বেশ কিছু ক্রিম আছে যেগুলি চর্মরোগের উপশম করে। তবে এ ছাড়াও কিছু আয়ুর্বেদিক টোটকা আছে, যেগুলি মানলে মুক্তি পাওয়া যায় হাজা-র মতো চর্মরোগ থেকে। জানাচ্ছেন সৌন্দর্য বিশেষজ্ঞ মেধা সিং।
বাজারচলতি বেশ কিছু ক্রিম আছে যেগুলি চর্মরোগের উপশম করে। তবে এ ছাড়াও কিছু আয়ুর্বেদিক টোটকা আছে, যেগুলি মানলে মুক্তি পাওয়া যায় হাজা-র মতো চর্মরোগ থেকে। জানাচ্ছেন সৌন্দর্য বিশেষজ্ঞ মেধা সিং।
advertisement
3/7
মূলত হাত ও পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে হাজা চর্মরোগের সংক্রমণ দেখা দেয়। এই অংশগুলি ভাল করে পরিষ্কার না করলে সংক্রমণের আশঙ্কা থাকে।
মূলত হাত ও পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে হাজা চর্মরোগের সংক্রমণ দেখা দেয়। এই অংশগুলি ভাল করে পরিষ্কার না করলে সংক্রমণের আশঙ্কা থাকে।
advertisement
4/7
স্নানের আগে হাত ও পায়ের আঙুলের খাঁজে খাঁজে ভাল করে নারকেল তেল মালিশ করতে হবে।
স্নানের আগে হাত ও পায়ের আঙুলের খাঁজে খাঁজে ভাল করে নারকেল তেল মালিশ করতে হবে।
advertisement
5/7
অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানের জন্য জীবাণুর সঙ্গে যুঝতে নিমপাতার জুড়ি নেই। জলে নিমপাতা ফুটিয়ে নিন। তার পর ছেঁকে নিয়ে সেই জল দিয়ে হাত ও পায়ের পাতা পরিষ্কার করুন। আঙুলের ফাঁকে ভাল করে মুছে নিন।
অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানের জন্য জীবাণুর সঙ্গে যুঝতে নিমপাতার জুড়ি নেই। জলে নিমপাতা ফুটিয়ে নিন। তার পর ছেঁকে নিয়ে সেই জল দিয়ে হাত ও পায়ের পাতা পরিষ্কার করুন। আঙুলের ফাঁকে ভাল করে মুছে নিন।
advertisement
6/7
কাঁচা হলুদ বেটে লাগিয়ে নিন হাজা সংক্রমণের উপরে। কিছু ক্ষণ পর হাল্কা হাতে ঘষে ধুয়ে ফেলুন গরম জলে।
কাঁচা হলুদ বেটে লাগিয়ে নিন হাজা সংক্রমণের উপরে। কিছু ক্ষণ পর হাল্কা হাতে ঘষে ধুয়ে ফেলুন গরম জলে।
advertisement
7/7
চন্দনে আছে অ্যান্টি ইনফ্লেম্যাটরি বৈশিষ্ট্য। হাজা সংক্রমণের উপরে চন্দনের প্রলেপ দিন। সংক্রমণের তীব্রতা কমে আরাম পাবেন উপশমে।
চন্দনে আছে অ্যান্টি ইনফ্লেম্যাটরি বৈশিষ্ট্য। হাজা সংক্রমণের উপরে চন্দনের প্রলেপ দিন। সংক্রমণের তীব্রতা কমে আরাম পাবেন উপশমে।
advertisement
advertisement
advertisement