Fuchka Papri is Bad for Health: আলু বা টক জল নয়, ফুচকার পাপড়ি কেন শরীরের জন্য বিষ, জানুন

Last Updated:
এই পছন্দের স্ট্রিট ফুডে হচ্ছে শরীরের মহাক্ষতি৷ এতটাই সর্বনাশ ডেকে আনছেন, নিজেরাও ভাবতে পারবেন না৷
1/6
ফুচকা ভালবাসেন না এমন মানুষ কম৷ শীত-গ্রীষ্ম-বর্ষা মচমচ করে ফুচকায় কামড় দিতে সকলেই দারুণ পছন্দ করেন৷ বিশেষ করে স্ট্রিট ফুড হিসেবে ফুচকার জনপ্রিয়তা মারাত্মক৷ সস্তায় পেট ভরে সঙ্গে অনেকটাই ভরে মন৷ টক জল হোক বা মিষ্টি জল, ঝাল হোক বা ঝালা ছাড়া, শুকনো হোক বা জলে ডুবিয়ে, ফুচকা খেলেই দিল খুশ!
ফুচকা ভালবাসেন না এমন মানুষ কম৷ শীত-গ্রীষ্ম-বর্ষা মচমচ করে ফুচকায় কামড় দিতে সকলেই দারুণ পছন্দ করেন৷ বিশেষ করে স্ট্রিট ফুড হিসেবে ফুচকার জনপ্রিয়তা মারাত্মক৷ সস্তায় পেট ভরে সঙ্গে অনেকটাই ভরে মন৷ টক জল হোক বা মিষ্টি জল, ঝাল হোক বা ঝালা ছাড়া, শুকনো হোক বা জলে ডুবিয়ে, ফুচকা খেলেই দিল খুশ!
advertisement
2/6
তবে এই পছন্দের স্ট্রিট ফুডে হচ্ছে শরীরের মহাক্ষতি৷ এতটাই সর্বনাশ ডেকে আনছেন, নিজেরাও ভাবতে পারবেন না৷ কী মনে করছেন তেঁতুল জল, লঙ্কার গুড়ো বা ফুচকার পুরে ব্যবহার করা আলুতে হচ্ছে বিপদ৷ মোটেই নয়৷ গোটা ফুচকা পাপড়ির মধ্যেই লুকিয়ে ঘোর সমস্যা৷
তবে এই পছন্দের স্ট্রিট ফুডে হচ্ছে শরীরের মহাক্ষতি৷ এতটাই সর্বনাশ ডেকে আনছেন, নিজেরাও ভাবতে পারবেন না৷ কী মনে করছেন তেঁতুল জল, লঙ্কার গুড়ো বা ফুচকার পুরে ব্যবহার করা আলুতে হচ্ছে বিপদ৷ মোটেই নয়৷ গোটা ফুচকা পাপড়ির মধ্যেই লুকিয়ে ঘোর সমস্যা৷
advertisement
3/6
ফুচকা উচ্চ ক্যালোরি, উচ্চ কার্বোহাইড্রেট যুক্ত৷ ভাজার ফলে তেলের পরিমাণ বেশি থাকে। এই কারণে দ্রুত ওজন বৃদ্ধি ও অন্যান্য স্বাস্থ্য সমস্যার ঝুঁকি থাকতে পারে।
ফুচকা উচ্চ ক্যালোরি, উচ্চ কার্বোহাইড্রেট যুক্ত৷ ভাজার ফলে তেলের পরিমাণ বেশি থাকে। এই কারণে দ্রুত ওজন বৃদ্ধি ও অন্যান্য স্বাস্থ্য সমস্যার ঝুঁকি থাকতে পারে।
advertisement
4/6
ফুচকা খুবই অস্বাস্থ্যকর পরিবেশে পরিবেশন করা হয়৷ বেশিরভাগ ফুচকার দোকানই রাস্তার ধারে থাকে৷ যার ফলে নোংরা, ধুলো বলি যোগ হয় ফুচকার সঙ্গে৷ যা পেটের ক্ষতি করতে পারে৷
ফুচকা খুবই অস্বাস্থ্যকর পরিবেশে পরিবেশন করা হয়৷ বেশিরভাগ ফুচকার দোকানই রাস্তার ধারে থাকে৷ যার ফলে নোংরা, ধুলো বলি যোগ হয় ফুচকার সঙ্গে৷ যা পেটের ক্ষতি করতে পারে৷
advertisement
5/6
ফুচকার জলে প্রচুর পরিমাণে নুন ব্যবহার করা হয়, তাই এটি খেলে রক্তচাপ বেড়ে যায়।
ফুচকার জলে প্রচুর পরিমাণে নুন ব্যবহার করা হয়, তাই এটি খেলে রক্তচাপ বেড়ে যায়।
advertisement
6/6
ফুচকা ভাজার জন্য দীর্ঘদিন ধরে ব্যবহৃত তেল কাজে লাগানো হয়। দিনে পর দিন এই তেল ব্যবহারের ফলে এতে ট্রান্স-ফ্যাট অনেক বেশি থাকে। যা হার্টের জন্য খুবই ক্ষতিকর।
ফুচকা ভাজার জন্য দীর্ঘদিন ধরে ব্যবহৃত তেল কাজে লাগানো হয়। দিনে পর দিন এই তেল ব্যবহারের ফলে এতে ট্রান্স-ফ্যাট অনেক বেশি থাকে। যা হার্টের জন্য খুবই ক্ষতিকর।
advertisement
advertisement
advertisement