Benefits of Custard apple seeds: কোলেস্টেরল থেকে খুশকি, বহু সমস্যার সমাধান করে এই ফলের বীজ! অসাধারণ গুণ জানলে অবাক হবেন

Last Updated:
আয়ুর্বেদ চিকিৎসক ডাঃ দীপ্তি নামদেবের মতে, আতার বীজে রয়েছে প্রচুর ভিটামিন এবং পুষ্টি উপাদান ৷
1/6
আতা শুধু স্বাদে নয়, গুণেও সমান গুরুত্বপূর্ণ৷ অসাধারণ গুণ আতার। তবে শুধু আতা নয়, আতার বীজও সমান উপকারি। ছোট্ট ছোট্ট দানাযুক্ত এই ফল খেলে শরীরের বিভিন্ন রোগ সারে৷
আতা শুধু স্বাদে নয়, গুণেও সমান গুরুত্বপূর্ণ৷ অসাধারণ গুণ আতার। তবে শুধু আতা নয়, আতার বীজও সমান উপকারি। ছোট্ট ছোট্ট দানাযুক্ত এই ফল খেলে শরীরের বিভিন্ন রোগ সারে৷
advertisement
2/6
 আয়ুর্বেদ চিকিৎসক ডাঃ দীপ্তি নামদেবের মতে, আতার বীজে রয়েছে প্রচুর ভিটামিন এবং পুষ্টি উপাদান পাওয়া যায়৷ কালো বীজ চুলে লাগালে মাথার খুশি দূর হয়৷ পাশাপাশি, ত্বকের উপকারেও কাজে আসে জানালেন দীপ্তি নামদেব৷
আয়ুর্বেদ চিকিৎসক ডাঃ দীপ্তি নামদেবের মতে, আতার বীজে রয়েছে প্রচুর ভিটামিন এবং পুষ্টি উপাদান পাওয়া যায়৷ কালো বীজ চুলে লাগালে মাথার খুশি দূর হয়৷ পাশাপাশি, ত্বকের উপকারেও কাজে আসে জানালেন দীপ্তি নামদেব৷
advertisement
3/6
 কোলেস্টেরলের সমস্যা বর্তমানে অতি পরিচিত এক সমস্যা৷ বেশিরভাগ ব্যক্তিই কোলেস্টেরলের সমস্যায় জর্জরিত৷ অকারণে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর৷ সুষম কোলেস্টেরলের মাত্রা বজায় রাখতে সক্ষম আতা৷
কোলেস্টেরলের সমস্যা বর্তমানে অতি পরিচিত এক সমস্যা৷ বেশিরভাগ ব্যক্তিই কোলেস্টেরলের সমস্যায় জর্জরিত৷ অকারণে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর৷ সুষম কোলেস্টেরলের মাত্রা বজায় রাখতে সক্ষম আতা৷
advertisement
4/6
আতায় নিয়াসিন ভিটামিন পাওয়া যায়৷ নিয়াসিন ভিটামিনের ব্যবহার মানুষের হৃদরোগ, স্ট্রোক এবং হার্ট অ্যাটাক এড়াতে সাহায্য করতে পারে কোলেস্টেরলের মাত্রা ভারসাম্যপূর্ণ করে।
আতায় নিয়াসিন ভিটামিন পাওয়া যায়৷ নিয়াসিন ভিটামিনের ব্যবহার মানুষের হৃদরোগ, স্ট্রোক এবং হার্ট অ্যাটাক এড়াতে সাহায্য করতে পারে কোলেস্টেরলের মাত্রা ভারসাম্যপূর্ণ করে।
advertisement
5/6
আতা বা কাস্টার্ড আপেলে পাওয়া যায় আয়রণ এবং ফোলেট৷ এই পুষ্টি উপাদানগুলি গর্ভাবস্থায় রক্তাল্পতা প্রতিরোধে সাহায্য করে এবং শিশুর মেরুদণ্ড এবং মস্তিষ্কের নিউরাল টিউব ত্রুটি এবং জন্মগত ত্রুটি থেকে রক্ষা করে।
আতা বা কাস্টার্ড আপেলে পাওয়া যায় আয়রণ এবং ফোলেট৷ এই পুষ্টি উপাদানগুলি গর্ভাবস্থায় রক্তাল্পতা প্রতিরোধে সাহায্য করে এবং শিশুর মেরুদণ্ড এবং মস্তিষ্কের নিউরাল টিউব ত্রুটি এবং জন্মগত ত্রুটি থেকে রক্ষা করে।
advertisement
6/6
ত্বকের সুরক্ষায় এবং চুলের খুশকি দূর করতেও সাহায্য করে আতার বীজ৷
ত্বকের সুরক্ষায় এবং চুলের খুশকি দূর করতেও সাহায্য করে আতার বীজ৷
advertisement
advertisement
advertisement