মজা নয়, অসমের ঐতিহ্য ব্যাঙের বিয়ে

Last Updated:
1/7
সোশাল মিডিয়ায় ব্যাঙের বিয়ে নিয়ে বিভিন্ন জোকস আপনি হয়তো পড়েছেন । কিন্তু জানেন কি এটি ভারতবর্ষের এক অতি পুরনো  প্রথা যা অনেক বছর ধরে চলে আসছে । কিন্তু ঠিক কি কারণে জনপ্রিয় এই প্রথা? সংগৃহীত​ ছবি ।
সোশাল মিডিয়ায় ব্যাঙের বিয়ে নিয়ে বিভিন্ন জোকস আপনি হয়তো পড়েছেন । কিন্তু জানেন কি এটি ভারতবর্ষের এক অতি পুরনো প্রথা যা অনেক বছর ধরে চলে আসছে । কিন্তু ঠিক কি কারণে জনপ্রিয় এই প্রথা? সংগৃহীত​ ছবি ।
advertisement
2/7
প্রকৃতিকে সন্তুষ্ট করতে ও বৃষ্টির আশায় এই প্রথা অসমে  অনেকদিন থেকেই চলে আসছে । অসম ছাড়াও অন্যান্য রাজ্যেও ব্যপ্তি পাচ্ছে ব্যাঙের বিয়ে । সম্প্রতি মধ্য প্রদেশেও দেখা গিয়েছে ব্যাঙের বিয়ে ! সংগৃহীত​ ছবি ।
প্রকৃতিকে সন্তুষ্ট করতে ও বৃষ্টির আশায় এই প্রথা অসমে অনেকদিন থেকেই চলে আসছে । অসম ছাড়াও অন্যান্য রাজ্যেও ব্যপ্তি পাচ্ছে ব্যাঙের বিয়ে । সম্প্রতি মধ্য প্রদেশেও দেখা গিয়েছে ব্যাঙের বিয়ে ! সংগৃহীত​ ছবি ।
advertisement
3/7
ধান চাষের জন্য বিখ্যাত অসমে বৃষ্টির মন্দা দেখা দিলে দেবরাজ ইন্দ্রকে তুষ্ট করার জন্য সেখানকার কৃষকরা এই অনুষ্ঠান করে থাকেন । সংগৃহীত​ ছবি ।
ধান চাষের জন্য বিখ্যাত অসমে বৃষ্টির মন্দা দেখা দিলে দেবরাজ ইন্দ্রকে তুষ্ট করার জন্য সেখানকার কৃষকরা এই অনুষ্ঠান করে থাকেন । সংগৃহীত​ ছবি ।
advertisement
4/7
জনশ্রুতি আছে কৃষকদের প্রার্থনার উত্তরে দেবরাজ ইন্দ্র জানিয়েছিলেন যে ব্যাঙরা যতক্ষণ না বৃষ্টি নামাতে রাজি হবে ততক্ষণ বৃষ্টি নামবে না । সংগৃহীত​ ছবি ।
জনশ্রুতি আছে কৃষকদের প্রার্থনার উত্তরে দেবরাজ ইন্দ্র জানিয়েছিলেন যে ব্যাঙরা যতক্ষণ না বৃষ্টি নামাতে রাজি হবে ততক্ষণ বৃষ্টি নামবে না । সংগৃহীত​ ছবি ।
advertisement
5/7
গ্রামবাসীরা একত্রিত হয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেন । সংগৃহীত​ ছবি ।
গ্রামবাসীরা একত্রিত হয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেন । সংগৃহীত​ ছবি ।
advertisement
6/7
বর্ষাকাল হল ব্যাঙেদের মিলনের সময় ও  বলা হয় যে এই কারণে বৃষ্টির শব্দে তারা খুশি হয়।সেইজন্যই বৃষ্টির সময়ে তাদের সম্মিলিত আওয়াজ শোনা যায় । এই ব্যাঙের বিয়েও কিন্তু সবরকম ঐতিহ্যবিধি মেনে হয় । সংগৃহীত​ ছবি ।
বর্ষাকাল হল ব্যাঙেদের মিলনের সময় ও বলা হয় যে এই কারণে বৃষ্টির শব্দে তারা খুশি হয়।সেইজন্যই বৃষ্টির সময়ে তাদের সম্মিলিত আওয়াজ শোনা যায় । এই ব্যাঙের বিয়েও কিন্তু সবরকম ঐতিহ্যবিধি মেনে হয় । সংগৃহীত​ ছবি ।
advertisement
7/7
সব আচার-অনুষ্ঠান সম্পূর্ণ হলে সদ্য বিবাহিত জুটিকে জলে ছেড়ে দেওয়া হয়। এই বিবাহ অনুষ্ঠানে গ্রামের মহিলা, শিশু ও বয়স্করা সকলেই অংশ নেন । গ্রামবাসীরা সম্মিলিত ভাবে বিয়ের খরচাও দেন । সংগৃহীত​ ছবি ।
সব আচার-অনুষ্ঠান সম্পূর্ণ হলে সদ্য বিবাহিত জুটিকে জলে ছেড়ে দেওয়া হয়। এই বিবাহ অনুষ্ঠানে গ্রামের মহিলা, শিশু ও বয়স্করা সকলেই অংশ নেন । গ্রামবাসীরা সম্মিলিত ভাবে বিয়ের খরচাও দেন । সংগৃহীত​ ছবি ।
advertisement
advertisement
advertisement