বর্ষায় ফ্রিজে কীভাবে ফল রাখলে দীর্ঘদিন সতেজ থাকবে? বারবার যেতে হবে না বাজারে! রইল ১০০ শতাংশ নিশ্চিত টিপস
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Fridge Tips: বর্ষাকালে শরীরকে সুস্থ ও সতেজ রাখতে ফল খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষাকালে ফল কিনে এনে ফ্রিজে সঠিকভাবে সংরক্ষণ করলে তা কমপক্ষে ৭ দিন পর্যন্ত টাটকা রাখা সম্ভব। জেনে নিন উপায়।
বর্ষাকালে শরীরকে সুস্থ ও সতেজ রাখতে ফল খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনের খাদ্যতালিকায় একটি করে ফল থাকলেই শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের ঘাটতি মেটে। কিন্তু বর্ষার আবহাওয়া যেমন স্যাঁতসেঁতে, তেমনই দ্রুত পচনশীলও। বিশেষ করে ফলের ক্ষেত্রে। রোজ রোজ বাজারে যাওয়া সম্ভব নয়, তাই অনেকেই একবারেই সপ্তাহখানেকের ফল কিনে এনে সংরক্ষণ করতে চান। তবে প্রশ্ন হল, সেই ফল কতদিন ভালো থাকে আর কোন পদ্ধতিতে সংরক্ষণ করলে তা দীর্ঘস্থায়ী হয়?
advertisement
advertisement
১. ফল সংরক্ষণের আগে সঠিকভাবে পরিষ্কার করুন: ফল বাজার থেকে আনার পর সরাসরি ফ্রিজে রাখবেন না। প্রথমেই ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। যদি মনে হয় মাটি বা কাদা লেগে আছে, তাহলে হালকা লিকুইড সাবান ব্যবহার করে ধুতে পারেন। তবে ধোওয়ার পর অবশ্যই পরিষ্কার, শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে—ফলে কোনোভাবেই জল থাকা চলবে না, তা হলে দ্রুত পচে যেতে পারে।
advertisement
advertisement
৩. কোথায় রাখবেন ফল: ফ্রিজের নিচের ড্রয়ার (যাকে বলা হয় 'ক্রিসপার') হল ফল রাখার আদর্শ জায়গা। এখানে ঠান্ডা এবং আর্দ্রতা তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ থাকে, ফলে ফল সহজে শুকিয়ে যায় না বা পচেও না। তবে মনে রাখতে হবে—ফল যেন ফ্রিজে খোলা অবস্থায় না থাকে। এতে বাইরে থেকে আর্দ্রতা ঢুকে ফল দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।
advertisement
advertisement