শীতকাল এবং কড়া চা পথ চলে একে অন্যের হাত ধরাধরি করে৷ দুধ দিয়ে হোক, বা দুধ ছাড়া, চায়ে দিন অনেক রকমের মশলা৷ লবঙ্গ, দারচিনি-সহ অন্যান্য মশলার গুণে চা হয়ে ওঠে সুস্বাদু৷ নিত্য ডায়েটেও যোগ হয় হরেক মশলার স্বাস্থ্যগুণ৷ ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে৷ ঠেকিয়ে রাখা যায় ঠান্ডা লাগার সমস্যা ও ফ্লুকে৷