এক পেয়ালা চা না হলে সকাল ঠিক সকাল হয় না৷ চায়ের স্বাদ ও গন্ধই আমাদের মুহূর্তের মধ্যে তরতাজা করে তোলে সারা দিনের জন্য৷ কিন্তু চাপ্রেমীরা জানেন কি সকাল, দুপুর বা বিকেল-যে সময়েই চায়ের কাপে চুমুক দিন না কেন, তার সঙ্গে কিছু জিনিস কোনও মতেই খাবেন না৷ এক কাপ চায়ে তাদের না চাওয়াই মঙ্গল৷