Bad Breath Problem Solution: মুখের দুর্গন্ধে লজ্জা? ৫টি খাবার দাঁতের গোড়া থেকে হলুদ ময়লা সাফ করবে

Last Updated:
রোজ ঠিক করে যদি দাঁত না মাজা হয়, মুখ না ধোওয়া হয় তাহলে মুখে খাবার পচে দুর্গন্ধ হয়। ব্যাকটেরিয়া সংক্রমণও হতে পারে৷
1/9
পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই জরুরি৷ ছোট থেকেই পরিষ্কার থাকার অভ্যেস থাকা উটিৎ৷ ছোট থেকে বড় বাড়ির সকলে পরিষ্কার থাকলে রোগের আশঙ্কা কম থাকে৷ রোজ ঠিক করে যদি দাঁত না মাজা হয়, মুখ না ধোওয়া হয় তাহলে মুখে খাবার পচে দুর্গন্ধ হয়। ব্যাকটেরিয়া সংক্রমণও হতে পারে৷
পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই জরুরি৷ ছোট থেকেই পরিষ্কার থাকার অভ্যেস থাকা উটিৎ৷ ছোট থেকে বড় বাড়ির সকলে পরিষ্কার থাকলে রোগের আশঙ্কা কম থাকে৷ রোজ ঠিক করে যদি দাঁত না মাজা হয়, মুখ না ধোওয়া হয় তাহলে মুখে খাবার পচে দুর্গন্ধ হয়। ব্যাকটেরিয়া সংক্রমণও হতে পারে৷
advertisement
2/9
মুখের গন্ধ খুবই অস্বস্তির৷ মুখের গন্ধ উল্ট দিকে থাকা মানুষকে বিব্রত করে। তবে এর থেকেও বেশি যেটা আশঙ্কার তা হল, মুখের গন্ধ ডেকে আনতে পারে কোনও বড় রোগ৷
মুখের গন্ধ খুবই অস্বস্তির৷ মুখের গন্ধ উল্ট দিকে থাকা মানুষকে বিব্রত করে। তবে এর থেকেও বেশি যেটা আশঙ্কার তা হল, মুখের গন্ধ ডেকে আনতে পারে কোনও বড় রোগ৷
advertisement
3/9
কেন হচ্ছে এমন দুর্গন্ধ?ভাল করে মুখ না ধুলে, খাবারের কণা মুখে লেগে থাকে৷ তা পচে দুর্গন্ধ হয়। কীভাবে তা দূর করবেন? রইল কিছু সহজ টিপস৷
কেন হচ্ছে এমন দুর্গন্ধ?ভাল করে মুখ না ধুলে, খাবারের কণা মুখে লেগে থাকে৷ তা পচে দুর্গন্ধ হয়। কীভাবে তা দূর করবেন? রইল কিছু সহজ টিপস৷
advertisement
4/9
একটি অন্যতম কারণ হল কিডনির সমস্যা।
একটি অন্যতম কারণ হল কিডনির সমস্যা।
advertisement
5/9
পেঁয়াজ, রসুন, মাছ, মাংস খাওয়া কমিয়ে দিন। কারণ এতে গন্ধ আরও বাড়তে পারে৷
পেঁয়াজ, রসুন, মাছ, মাংস খাওয়া কমিয়ে দিন। কারণ এতে গন্ধ আরও বাড়তে পারে৷
advertisement
6/9
পালং শাক খান৷ পালং-এ থাকে ভিটামিন, খনিজ এবং ক্যালশিয়াম। ফোলিক অ্যাসিডও থাকে যা মাড়ির রোগের ঝুঁকি অনেক বেশি কমিয়ে দেয়। জল বেশি করে খান৷
পালং শাক খান৷ পালং-এ থাকে ভিটামিন, খনিজ এবং ক্যালশিয়াম। ফোলিক অ্যাসিডও থাকে যা মাড়ির রোগের ঝুঁকি অনেক বেশি কমিয়ে দেয়। জল বেশি করে খান৷
advertisement
7/9
ডায়েটে রাখুন টকদই, দুধ, পনিরের মতো ক্যালশিয়াম, ফসফরাস যুক্ত খাবার। এই সব উপাদান দাঁতকে শক্তিশালী করে।
ডায়েটে রাখুন টকদই, দুধ, পনিরের মতো ক্যালশিয়াম, ফসফরাস যুক্ত খাবার। এই সব উপাদান দাঁতকে শক্তিশালী করে।
advertisement
8/9
এছাড়াও ক্যালশিয়াম দাঁতের এনামেল গঠনে সাহায্য করে।
এছাড়াও ক্যালশিয়াম দাঁতের এনামেল গঠনে সাহায্য করে।
advertisement
9/9
ব্রাশ করুন দু’বেলা৷ খাবার খেয়ে মুখ ধুতে কখনওই ভুলবেন না৷
ব্রাশ করুন দু’বেলা৷ খাবার খেয়ে মুখ ধুতে কখনওই ভুলবেন না৷
advertisement
advertisement
advertisement