Bike Riding Tips In Monsoon: বৃষ্টির মধ্যেও বাইক চালাতে হয়! এই ব্যাপারগুলো মাথায় রাখবেন

Last Updated:
বর্ষায় বাইক দুর্ঘটনা এড়াতে কয়েকটি টিপস। আপনার কাজে লাগতে পারে।
1/6
কাজের জন্য বৃষ্টির মধ্যেও বাইক চালাতে হয়! কয়েকটা ব্যাপার মাথায় রাখবেন। তাতে আপনার ও বাইকের ভাল। রেইনকোট ও হেলমেট কখনও সস্তার ব্যবহার করবেন না যেন!
কাজের জন্য বৃষ্টির মধ্যেও বাইক চালাতে হয়! কয়েকটা ব্যাপার মাথায় রাখবেন। তাতে আপনার ও বাইকের ভাল। রেইনকোট ও হেলমেট কখনও সস্তার ব্যবহার করবেন না যেন!
advertisement
2/6
বর্যার মরশুমে হেলমেটের ভাইজারে বারবার জলীয় বাষ্প জমে। দুর্ঘটনা এড়াতে ফিঙ্গার ওয়াইপস কিনুন। এতে বারবার বাইক দাঁড় করিয়ে হেলমেটের ভাইজার মুছতে হবে না।
বর্যার মরশুমে হেলমেটের ভাইজারে বারবার জলীয় বাষ্প জমে। দুর্ঘটনা এড়াতে ফিঙ্গার ওয়াইপস কিনুন। এতে বারবার বাইক দাঁড় করিয়ে হেলমেটের ভাইজার মুছতে হবে না।
advertisement
3/6
সামনে থাকা গাড়িকে ফলো করুন। তবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। এতে রাস্তায় জলে ডুবে থাকা গর্তের অবস্থান বুঝতে সুবিধা হবে।
সামনে থাকা গাড়িকে ফলো করুন। তবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। এতে রাস্তায় জলে ডুবে থাকা গর্তের অবস্থান বুঝতে সুবিধা হবে।
advertisement
4/6
খুব বেশি জলে ডুবে থাকা রাস্তা এড়িয়ে চলুন। হাঁটু পর্যন্ত জমা জলে বাইক চালালে ইঞ্জিনের ক্ষতি হতে পারে। সাইলেন্সর-এ জল ঢুকতে পারে। বাইক কখনওই বেশিক্ষণ জলের উপর দাঁড় করিয়ে রাখবেন না।
খুব বেশি জলে ডুবে থাকা রাস্তা এড়িয়ে চলুন। হাঁটু পর্যন্ত জমা জলে বাইক চালালে ইঞ্জিনের ক্ষতি হতে পারে। সাইলেন্সর-এ জল ঢুকতে পারে। বাইক কখনওই বেশিক্ষণ জলের উপর দাঁড় করিয়ে রাখবেন না।
advertisement
5/6
কখনওই হঠাত্ ব্রেক কষবেন না। পিছনের ব্রেক ব্যবহার করুন বেশি। খুব প্রয়োজন হলে হালকা করে সামনের ব্রেক চাপুন। পিচ্ছিল রাস্তায় গাড়ি সোজা রাখার চেষ্টা করবেন।
কখনওই হঠাত্ ব্রেক কষবেন না। পিছনের ব্রেক ব্যবহার করুন বেশি। খুব প্রয়োজন হলে হালকা করে সামনের ব্রেক চাপুন। পিচ্ছিল রাস্তায় গাড়ি সোজা রাখার চেষ্টা করবেন।
advertisement
6/6
বর্যার মরশুমে গাড়িতে বাড়তি লাইট থাকলে ভাল। তবে লাইট ফিট করবেন একটু নিচের দিকে। কখনওই হেডলাইটের সমানে লাইট লাগাবেন না। এতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে পড়তে পারেন।
বর্যার মরশুমে গাড়িতে বাড়তি লাইট থাকলে ভাল। তবে লাইট ফিট করবেন একটু নিচের দিকে। কখনওই হেডলাইটের সমানে লাইট লাগাবেন না। এতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে পড়তে পারেন।
advertisement
advertisement
advertisement