কব্জি ডুবিয়ে মাছ খাচ্ছেন। হঠাৎ ছন্দপতন! গলায় বিঁধে গেল কাঁটা। ঝক্কির শেষ নেই। কাঁটা সরাতে গিয়ে কী নাজেহাল হতে হচ্ছে। কত কিছুই করছেন, কিন্তু কাঁটা যেন সরেই না। এমন অবস্থায় কোন কোন পদ্ধতি অবলম্বন করবেন জেনে নিন।
2/ 6
১. বাড়িতে কলা থাকলে কোনও চিন্তাই নেই। খানিকটা কলা কামড়ে নিয়ে গিলে নিলে কাঁটা সরে যায়। কলার সঙ্গেই পেটের ভিতর চলে যাবে। ধীরে ধীরে অ্যাসিড সেই কাঁটাকে গলিয়ে দিতে সক্ষম।
3/ 6
২. পাতিলেবুতে অল্প একটু নুন মাখিয়ে সেই রস খেয়ে ফেলুন। লেবুর সাইট্রিক অ্যাসিডে কাঁটা নরম হয়ে পেটে চলে যায়। এই একইরকম কাজ হয় জলে ভিনিগার মিশিয়ে খেলে বা সোডা খেলে।
4/ 6
৩. ভাতের ছোট ছোট দলা বানিয়ে গিলে ফেলার চেষ্টা করুন। কলার মতোই ভাতের দলা কাঁটাটিকে নীচের দিলে পাঠাতে সক্ষম। কিন্তু চিবিয়ে খাবেন না। তাতে কাজ হবে না।
5/ 6
৪. জোরে জোরে কাশার চেষ্টা করবেন। বেশিরভাগ মাছের কাঁটা আপনার গলার পিছনে, টনসিলের চারপাশের অঞ্চলে আটকে যায়। জোরে কাশলে কাঁটাটি সরে যেতে পারে। বেরিয়ে আসতে পারে।
6/ 6
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Fish Bone Stuck in Throat: গলায় মাছের কাঁটা বিঁধে অসহ্য যন্ত্রণা! সহজে মুক্তি পান এই কয়েকটি উপায়ে, জেনে নিন
কব্জি ডুবিয়ে মাছ খাচ্ছেন। হঠাৎ ছন্দপতন! গলায় বিঁধে গেল কাঁটা। ঝক্কির শেষ নেই। কাঁটা সরাতে গিয়ে কী নাজেহাল হতে হচ্ছে। কত কিছুই করছেন, কিন্তু কাঁটা যেন সরেই না। এমন অবস্থায় কোন কোন পদ্ধতি অবলম্বন করবেন জেনে নিন।
Fish Bone Stuck in Throat: গলায় মাছের কাঁটা বিঁধে অসহ্য যন্ত্রণা! সহজে মুক্তি পান এই কয়েকটি উপায়ে, জেনে নিন
১. বাড়িতে কলা থাকলে কোনও চিন্তাই নেই। খানিকটা কলা কামড়ে নিয়ে গিলে নিলে কাঁটা সরে যায়। কলার সঙ্গেই পেটের ভিতর চলে যাবে। ধীরে ধীরে অ্যাসিড সেই কাঁটাকে গলিয়ে দিতে সক্ষম।
Fish Bone Stuck in Throat: গলায় মাছের কাঁটা বিঁধে অসহ্য যন্ত্রণা! সহজে মুক্তি পান এই কয়েকটি উপায়ে, জেনে নিন
৪. জোরে জোরে কাশার চেষ্টা করবেন। বেশিরভাগ মাছের কাঁটা আপনার গলার পিছনে, টনসিলের চারপাশের অঞ্চলে আটকে যায়। জোরে কাশলে কাঁটাটি সরে যেতে পারে। বেরিয়ে আসতে পারে।