Liver Disease|| ক্লান্তিতে ভুগছেন, খিদে-ওজন কমছে বা বাড়ছে? সাবধান, 'এই' কারণগুলোই কিন্তু দায়ী...
- Published by:Shubhagata Dey
Last Updated:
Fatty liver disease symptoms: প্রাথমিক পর্যায়ে বেশ কয়েকটি লক্ষণ দেখা যায়, যেগুলো বুঝতে পারলেই সতর্ক হতে হবে।
advertisement
advertisement
*কতটা মদ অত্যধিক: মদ্যপানে আসক্ত নন এমন মানুষের শরীরেও অতিরিক্ত অ্যালকোহল গেলে লিভারের ক্ষতির সম্ভাবনা থাকে। কোনও ব্যক্তি যত বেশি অ্যালকোহল পান করবেন, অ্যালকোহল-সম্পর্কিত লিভারের রোগ হওয়ার ঝুঁকি তাঁর তত বেশি। এটা অন্যান্য লিভারের রোগকেও বাড়িয়ে দেয়। ড্রিঙ্ক ওয়ার অনুসারে, প্রতিদিন ৪০ গ্রাম বা তার বেশি অ্যালকোহল পান করলে ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। সংগৃহীত প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement
*অ্যালকোহল কীভাবে লিভারের ক্ষতি করে: অ্যালকোহল লিভারের এনজাইমগুলোকে ভেঙে ফেলে। যার ফলে দীর্ঘমেয়াদী ক্ষতি হয়। লিভার নিজেকে সারিয়ে তুলতে সক্ষম। কিন্তু যতবার লিভার অ্যালকোহল ফিল্টার করে ততবার লিভারের কিছু কোষ মারা যায়। লিভার নতুন কোষ তৈরি করতে পারে। কিন্তু দীর্ঘদিন ধরে অ্যালকোহল ব্যবহারের ফলে সেই পুনর্জন্মের ক্ষমতার হ্রাস হয়। ফলে লিভারের দীর্ঘমেয়াদী এবং স্থায়ী ক্ষতি হয়। সংগৃহীত প্রতীকী ছবি।
advertisement
*লিভারের ক্ষতিকে বাড়িয়ে দেওয়ার অন্যান্য কারণ: অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল পান করার পাশাপাশি, আরও কিছু কারণ রয়েছে যা অ্যালকোহল-সম্পর্কিত লিভার ডিজিজের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। এর মধ্যে রয়েছে অতিরিক্ত ওজন বা স্থূলতা এবং আগে থেকে হওয়া কোনও লিভারের রোগ, যেমন হেপাটাইটিস সি। পুরুষদের তুলনায় অ্যালকোহলের ক্ষতিকর প্রভাব মহিলাদের বেশি। জেনেটিক্সও একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। সংগৃহীত প্রতীকী ছবি।