ফ্যাটি লিভার। আজকাল অনেকেকেই এই সমস্যায় ভুগতে দেখা যায়। লিভারে মেদ জমতে শুরু করে। বাড়তে থাকে লিভারের আকার। আর এই রোগ শরীরের ভিতরে যে কখন বাসা বাঁধে বোঝা মুশকিল। বেশিরভাগ সময় প্রথম দিকে একেবারেই উপসর্গ থাকে না। পরে সমান্য ব্যথা হয় পেটে। তবে নজর না করলে ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস, ক্যানসার পর্যন্ত হতে পারে। photo source collected