Fatty Liver & Cholesterol Control Home Remedy: জাস্ট ১ চামচ সোনালি তরল! লিভার থেকে শুষে নেয় ফ্যাট! ব্লাড সুগারের যম! কোলেস্টেরলে ধন্বন্তরি! ওজন কমাতেও অব্যর্থ!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Fatty Liver & Cholesterol Control Home Remedy:একাধিক লাইফস্টাইল ডিজিজের ঘরোয়া প্রতিকার এই তরল৷ ফ্যাটি লিভার, ব্লাড সুগার, কোলেস্টেরল-এই ৩ রোগে অব্যর্থ এই সোনালি তরল৷ এই ৩ রকম লাইফস্টাইল ডিজিজে ম্যাজিকের মতো কাজ করে এই ভিনিগার৷ শুধু খাওয়ার নিয়ম জানলে এবং মানলে দুশ্চিন্তা শেষ৷ বলছেন পুষ্টিবিদ শিল্পা অরোরা৷
অ্যাপল সিডার ভিনিগারের উপকারিতা বলে শেষ করা যায় না৷ আজকের সময়কার একাধিক লাইফস্টাইল ডিজিজের ঘরোয়া প্রতিকার এই তরল৷ ফ্যাটি লিভার, ব্লাড সুগার, কোলেস্টেরল-এই ৩ রোগে অব্যর্থ এই সোনালি তরল৷ এই ৩ রকম লাইফস্টাইল ডিজিজে ম্যাজিকের মতো কাজ করে এই ভিনিগার৷ শুধু খাওয়ার নিয়ম জানলে এবং মানলে দুশ্চিন্তা শেষ৷ বলছেন পুষ্টিবিদ শিল্পা অরোরা৷
advertisement
আপেল সাইডারে অ্যাসিটিক অ্যাসিড থাকে যা রক্তে জটিল কার্বোহাইড্রেটের রূপান্তরকে ধীর করে দিতে পারে। ফলস্বরূপ, এটি রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি রোধ করতে পারে। অ্যাসিটিক অ্যাসিড উপকারী হতে পারে এবং কার্বোহাইড্রেট হজমের পদ্ধতিতে প্রভাব ফেলতে পারে। এটি কোষের ইনসুলিন নিঃসরণকেও উৎসাহিত করে, যা রক্তে শর্করার মাত্রা আরও ভালভাবে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এই অ্যাসিডের গ্লাইসেমিক-বিরোধী প্রভাব রয়েছে বলেও জানা যায় যা স্টার্চ হজমকেও কমিয়ে দেয়।
advertisement
advertisement
advertisement
advertisement