আপনার ফ্য়াশন আপনার ব্য়ক্তিত্বেরও ঝলক হতে পারে। কিন্তু অতি সাধারণ জিন্স দিয়ে কতরকমের ফ্য়াশন হয় আপনি কি জানেন?
2/ 6
জিনস যে শুধু শীতের জন্য় এমনটা ভাবার কোনও কারণ নেই। বরং গরমেও জিনস হতে পারে আপনার তাড়াহুড়োয় পরার একমাত্র পোশাক।
3/ 6
ডেনিম জিনস আপনার জন্য় প্রথম বিকল্প। যে কাজেই আপনি যান না কেন একটা ডেনিম জিন্স গলিয়ে নিতে পারেন। সাদা শার্ট আপনাকে গরমে স্বস্তি দেবে। তাই উপরে হালকা কিছু পরতে পারেন।
4/ 6
আপনার যদি ট্য়ান পরার সমস্য়া না থাকে তাহলে আপনার জন্য় দুর্দান্ত বিকল্প হল ডেনিম শর্টস আর টি শার্ট।
5/ 6
জিনসের সঙ্গে কুর্তাও কিন্তু দারুণ অপশন। যে কোনও রংয়ের কুর্তা পরতে পারেন। তবে এক্ষেত্রে এ লাইন পরলেই ভাল। বড় রূপালি ঝুমকো আপনাকে আরও সুন্দর বানাবে।
6/ 6
জিন্সের সঙ্গে কিন্তু শাড়িও পরা যেতে পারে। এটিও কিন্তু কম ভাল নয়। ফ্য়াশন ট্রেন্ড হিসাবে ভালই চলছে এটি।