ওজন ৮৫ কিলো! কোটি টাকার মডেল এই মেয়ে কাঁপাচ্ছে দুনিয়া

Last Updated:
১৩ বছর বয়সে হাঙ্গেরি থেকে লন্ডনে যান ডায়ানা৷ লন্ডনেই মডেলিং কেরিয়ারের শুরু৷ কয়েকটি লঁজারি ফটোশ্যুটও করেন৷ তাতে স্কুলে জোটে বিদ্রুপ৷
1/7
যুগ বদলাচ্ছে দ্রুত৷ প্রতিদিন ভাঙছে মিথ৷ মডেলিং, ফ্যাশন দুনিয়াতেও পরিবর্তন হচ্ছে রোজ৷ যার নির্যাস, মডেলিংকে কেরিয়ার হিসেবে বাছতে গেলে যে রোগা, ছিপছিপে হতে হবে, তার কোনও মানে নেই৷ ফ্যাশন দুনিয়া এখন কাঁপাচ্ছেন প্লাস সাইজ মডেলরাই৷
যুগ বদলাচ্ছে দ্রুত৷ প্রতিদিন ভাঙছে মিথ৷ মডেলিং, ফ্যাশন দুনিয়াতেও পরিবর্তন হচ্ছে রোজ৷ যার নির্যাস, মডেলিংকে কেরিয়ার হিসেবে বাছতে গেলে যে রোগা, ছিপছিপে হতে হবে, তার কোনও মানে নেই৷ ফ্যাশন দুনিয়া এখন কাঁপাচ্ছেন প্লাস সাইজ মডেলরাই৷
advertisement
2/7
অনেকেই ওবেসিটি বা অতিরিক্ত মেদের কারণে মানসিক অবসাদে ভোগেন৷ জীবনের হাল ছেড়ে দিয়ে তেমনই অবসাদে চলে গিয়েছিলেন ডায়ানা সিরোকাই৷ যদিও মনে লালন-পালন করছিলেন মডেল হওয়ার ইচ্ছেটা৷
অনেকেই ওবেসিটি বা অতিরিক্ত মেদের কারণে মানসিক অবসাদে ভোগেন৷ জীবনের হাল ছেড়ে দিয়ে তেমনই অবসাদে চলে গিয়েছিলেন ডায়ানা সিরোকাই৷ যদিও মনে লালন-পালন করছিলেন মডেল হওয়ার ইচ্ছেটা৷
advertisement
3/7
লন্ডনের বাসিন্দা ডায়ানা৷ সেই স্কুল থেকে নানা ঠাট্টায় জর্জরিত হয়ে জিম জয়েন করেছেন একাধিকবার৷ কয়েক দিন পরেই আবার জিম ছেড়ে দিয়েছেন৷ শেষ পর্যন্ত ঠিক করেন, এই মোটা শরীরটা নিয়েই মডেলিংয়ে দুনিয়াদারি করবেন৷
লন্ডনের বাসিন্দা ডায়ানা৷ সেই স্কুল থেকে নানা ঠাট্টায় জর্জরিত হয়ে জিম জয়েন করেছেন একাধিকবার৷ কয়েক দিন পরেই আবার জিম ছেড়ে দিয়েছেন৷ শেষ পর্যন্ত ঠিক করেন, এই মোটা শরীরটা নিয়েই মডেলিংয়ে দুনিয়াদারি করবেন৷
advertisement
4/7
তখনই তিনি একটি ম্যাগাজিনে প্লাস সাইজ মডেলিংয়ের বিজ্ঞাপন দেখেন৷ স্বপ্নটা বাস্তব হতে শুরু করে তখন থেকেই৷ ২৩ বছরের ডায়ানা এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় প্লাস সাইজ মডেল৷ একাধিক নামী ব্র্যান্ডের মুখ তিনি৷ ইনস্টাগ্রামে ডায়ানার ফলোয়ারের সংখ্যা ১০ লক্ষের বেশি৷
তখনই তিনি একটি ম্যাগাজিনে প্লাস সাইজ মডেলিংয়ের বিজ্ঞাপন দেখেন৷ স্বপ্নটা বাস্তব হতে শুরু করে তখন থেকেই৷ ২৩ বছরের ডায়ানা এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় প্লাস সাইজ মডেল৷ একাধিক নামী ব্র্যান্ডের মুখ তিনি৷ ইনস্টাগ্রামে ডায়ানার ফলোয়ারের সংখ্যা ১০ লক্ষের বেশি৷
advertisement
5/7
১৩ বছর বয়সে হাঙ্গেরি থেকে লন্ডনে যান ডায়ানা৷ লন্ডনেই মডেলিং কেরিয়ারের শুরু৷ কয়েকটি লঁজারি ফটোশ্যুটও করেন৷ তাতে স্কুলে জোটে বিদ্রুপ৷
১৩ বছর বয়সে হাঙ্গেরি থেকে লন্ডনে যান ডায়ানা৷ লন্ডনেই মডেলিং কেরিয়ারের শুরু৷ কয়েকটি লঁজারি ফটোশ্যুটও করেন৷ তাতে স্কুলে জোটে বিদ্রুপ৷
advertisement
6/7
ডায়ানার কথায়, 'কলেজে মডেল হওয়ায় রসিকতার মুখে পড়েছিলাম, ওরা আমায় মোটা বলত৷ বলত, আমার মডেলিং নিয়ে ভাবাই উচিত নয়৷ আমি নাকি বিরক্তিকর৷ দিনগুলো মারাত্কম খারাপ ছিল৷ ভয়ে মডেলিং ছেড়ে দিয়েছিলাম৷ এখন দেখি সেই মানুষগুলোই ইন্সস্টগ্রামে লিখছে, তোমার জন্য আমরা গর্বিত৷'
ডায়ানার কথায়, 'কলেজে মডেল হওয়ায় রসিকতার মুখে পড়েছিলাম, ওরা আমায় মোটা বলত৷ বলত, আমার মডেলিং নিয়ে ভাবাই উচিত নয়৷ আমি নাকি বিরক্তিকর৷ দিনগুলো মারাত্কম খারাপ ছিল৷ ভয়ে মডেলিং ছেড়ে দিয়েছিলাম৷ এখন দেখি সেই মানুষগুলোই ইন্সস্টগ্রামে লিখছে, তোমার জন্য আমরা গর্বিত৷'
advertisement
7/7
সম্প্রতি তিনি একটি নামী ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করেছেন কয়েক কোটি টাকার৷
সম্প্রতি তিনি একটি নামী ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করেছেন কয়েক কোটি টাকার৷
advertisement
advertisement
advertisement