Durga Puja Fashion 2021: পুজোর সময়ে পুরোদস্তুর ফ্যাশনিস্তা হয়ে উঠতে ওয়ার্ড্রোবে এই ছ'টা জিনিস রাখতেই হবে!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Durga Puja Fashion 2021: নিজেকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করতে হলে ওয়ার্ড্রোবে এই ছ'টি জিনিস রাখতেই হবে।
advertisement
পুজো প্রায় দোরগোড়ায় এসে গিয়েছে। এটা ঠিক যে ইতিমধ্যেই অনেকের কেনাকাটা সম্পূর্ণ। কিন্তু দুর্গা পুজো হচ্ছে আমাদের এক বিশেষ উৎসব। তাই হয়েও হইল না শেষ বলে শেষ মুহূর্তেও কিছু না কিছু বাকি থেকে যায়। ভাইরাসের আক্রমণ হওয়ার পর থেকে যদিও পুজোর সময় ঘোরা, বেড়ানো বা ঠাকুর দেখায় অনেক নিয়ন্ত্রণ এসেছে। কিন্তু তাই বলে নতুন জামা কাপড় বা সাজগোজকে তো আর তালিকা থেকে বাদ দেওয়া যায় না।
advertisement
বাইরে না বেরোলেও সেজেগুজে নতুন পোশাকে একটা সেলফি তুলে ইন্সটাগ্রামে (Instagram) পোস্ট তো করা যায়। আর সেই জন্য আমরা নিয়ে এসেছি একেবারে লাস্ট মিনিট ফ্যাশন সাজেশন। নিজেকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করতে হলে ওয়ার্ড্রোবে এই ছ'টি জিনিস রাখতেই হবে। সেগুলো যদি শপিং লিস্ট থেকে বাদ পড়ে গিয়ে থাকে তাহলে এই বেলা কিনে ফেলা যায়!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement