কেমিক্যাল রং নয় ! ঘরোয়া উপাদান দিয়ে বাড়িতেই হেয়ার কালার করুন ! পার্লার-কে হার মানাবে
Last Updated:
চুলে পাক ধরেছে। চুলের সল্ট অ্যান্ড পেপার লুক পছন্দ নয়। বাজারে হাজার কিসিমের, নানা ব্র্যান্ডের হেয়ার কালার মেলে ঠিকই, কিন্তু চুলে কেমিক্যাল ট্রিটমেন্ট করাতে ভয় পাচ্ছেন! উভয় শঙ্কট! কিন্তু এবার টেনশন শিকেয় তুলুন। পাকা চুল কালো বা আপনার পছন্দের রঙের হয়ে যাবে, অথচ কেমিক্যালও ব্যবহার করতে হবে না! একেবারেই সহজ, ঘরোয়া উপায়ে হেয়ার কালার করুন! কীভাবে? Photo Source: Collected
advertisement
advertisement
৫টা পাতিলেবু , ৫ কোয়া রসুন, ১ কাপ মধু, ১ কাপ ফ্ল্যাক্স সিডের তেল একসঙ্গে ব্লেন্ডারে মিশিয়ে নিন। লেবুর খোসা না ছাড়ালেও অসুবিধে নেই। এবার, এই ঘন মিশ্রণটা একটা কাচের বয়ামে ঢেলে রাখুন। প্রতিদিন সকাল, দুপুর, বিকেল ও রাতে খাওয়ার আগে এক চা চামচ করে এই মিশ্রণটি খান। মাস তিনেক খেলেই দেখবেন, পাকা চুল এমনিতেই কালো হয়ে যাচ্ছে। পাশাপাশি, দৃষ্টিশক্তিও ভাল হয়। Photo Source: Collected
advertisement
advertisement