Fan Cleaning Tips: ফ্যানে গাদাগাদা ধুলো? লাগবে না মই, নেই কোনও ঝঞ্ঝাট, ঠিক তিন মিনিটে ঝকঝক করবে ফ্যান
- Published by:Rukmini Mazumder
- Reported by:Trending Desk
Last Updated:
কিছু সহজ কৌশল অবলম্বন করে, মই ছাড়াই ফ্যান কয়েক মিনিটের মধ্যে ঝকঝকে করা যায়। জেনে নেওয়া সেই টেকনিক।
গরম পড়েছে ভালই! শুরু ফ্যান চালানোর দিন। শীতে দীর্ঘসময় বন্ধ থাকে ফ্যান। ফলে, ফ্যানের ব্লেডে ধুলো জমে। এর ফলে, ফ্যনের স্পিড কমে যায়, কম হাওয়া আসে। পাশাপাশি, ফ্যানের উপর জমে থাকা ধুলো-ময়লা বাতাসের সঙ্গে উড়তে থাকে। যার থেকে অ্যালার্জি হতে পারে। ফ্যান পরিষ্কার করা বেশ কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু এই সহজ কৌশল মানলে, ৫ মিনিটেই পরিষ্কার হবে ফ্যান, লাগবে না মই-ও। কী সেই টেকনিক?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement