

• এসেই গেল পুজো। এই বছরটা আমরা না হয় একটু অন্য রকম ভাবেই উদযাপন করলাম এই মহা উৎসব। সারা শহর জুড়ে মায়ের দর্শন না করে বরং যদি মনে মাকে রেখে বাড়িতেই পরিবারের সঙ্গে সময় কাটাই ক্ষতি কী? কিন্তু যদি মনে হয় যে ভাল রেস্তোরাঁতে একদিন খেতে যাব, সব বিধি মেনে, তা হলে আপনার পছন্দ হতেই পারে ফেয়ারফিল্ড বাই ম্যারিয়ট।


• সপ্তমী থেকেও দশমী, এখানে আয়োজন করা হয়েছে দারুন বুফের। নাম দেওয়া হয়েছে 'ভুরিভোজ'। কী কী রয়েছে সেখানে?


• শুরু করা যাক ভাজা দিয়ে। আমের চপ, এঁচোড়ের চপ, মোচার চপ, নারকেল পোস্ত বড়া দিয়ে শুরু করুন। মহা ভোজে রয়েছে ছানার চপ, রয়েছে গন্ধরাজ ফিস টিক্কা, ডিমের ডেভিল, মটন কাটলেট, মুরগির চপ, চিকেন কাটলেট, চিকেন কবিরাজি।


• মেইন কোর্সে পেয়ে যাবেন ছানার ডানলা, ধোকার ডালনা, মটর পানির, আলু পোস্ত, শুক্তো, চচ্চড়ি, রয়েছে গোবি মসলা, রুই কালিয়া, পাবদা ঝাল, মটন রেজালা, ভেটকি ঝাল, ভাপা মাছ, বিরিয়ানি, দই মুরগি, কষা মাংস।


• শেষ পাতে মিষ্টিতে রয়েছে কমলা ভোগ, রসগোল্লা, মালপোয়া, মিষ্টি দই, সন্দেশ। লাঞ্চ খেলে খরচ মাথাপিছু ১১৯৯ (কর অতিরিক্ত), ডিনার হলে ১২৯৯ (কর অতিরিক্ত), মিডনাইট ডিনার হলে ৯৯৯ টাকা (কর অতিরিক্ত) ।