ফুটফুটে হয়ে যাবে মুখ...! গরমে রাতে ঘুমানোর আগে এক 'চিমটি' লাগান এই 'জিনিস', সকালেই ম্যাজিক 'রেজাল্ট', থমকে যাবে আয়না!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Face: আজ এই প্রতিবেদনে এমন চমৎকার এক 'ট্রিক' বলে দিতে পারি যে তৎকার হদিস পেলে আর ফল দেখলে আপনিও ছুড়ে ফেলে দেবেন যাবতীয় প্রসাধনীর পাহাড়। ছোট্ট এই টোটকা ঠিক মতো লাগালেই কেল্লাফতে। মুখ হবে পূর্ণিমার চাঁদের মতো ঝকঝকে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
২. উজ্জ্বল ত্বক পাবেন:যদি আপনার ত্বক তার প্রাকৃতিক উজ্জ্বলতা হারিয়ে ফেলে, তাহলে বেকিং সোডা আপনার জন্য খুবই উপকারী হতে পারে। মাত্র এক চিমটি বেকিং সোডা দিয়েই রাতে ঘুমোনোর আগে ম্যাসাজ করলে আপনি আপনার ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে পেতে পারেন। শুধু জানতে হবে কী ভাবে করবেন রুপটান। এটি একবার ব্যবহার করার পরেই আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যয়বহুল ত্বকের যত্নের পণ্যের কোনও প্রয়োজনই আর নেই।
advertisement
৩. সঠিক উপায়ে প্রয়োগ করলেই ফল হাতেনাতে: শুধু উজ্জ্বল ত্বকই নয়, এটি ব্যবহারের পর অনেকেই বলেছেন যে এটি ত্বকের ব্রণ, বলিরেখা এবং অবাঞ্ছিত দাগ কমাতেও দুর্দান্ত সাহায্য করে। এক্ষেত্রে একমাত্র শর্ত হল বেকিং সোডা সঠিক জিনিসের সঙ্গে মিশিয়ে সঠিক পদ্ধতিতেই শুধু ব্যবহার করতে হবে এবং এটি সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে।
advertisement
advertisement
advertisement