বিছানায় যে বড় ভুলগুলি করে পুরুষরা, পর্নস্টার খোলসা করলেন সব....

Last Updated:
1/5
যৌনতা মানেই রাখঢাক একটা বিষয় অনেকের কাছেই৷ যৌনতা সম্পর্কে ঠিক সময়ে ঠিক ধারণা না-হলে পরবর্তীকালে নানা সমস্যার সম্মুখীন হতে হয় পুরুষ ও নারী-- দু জনকেই৷ যার নির্যাস, অতৃপ্ত যৌনজীবন৷ পুরুষরা সেক্সের সময় কিছু ভুল করেন, তা সাধারণ হলেও বেশ পীড়া দেয়৷ তাই যৌনতাকে উপভোগ্য করে তোলার কিছু টিপস দিলেন প্রাক্তন পর্নস্টার এসপারেনজা গোমেজ৷
যৌনতা মানেই রাখঢাক একটা বিষয় অনেকের কাছেই৷ যৌনতা সম্পর্কে ঠিক সময়ে ঠিক ধারণা না-হলে পরবর্তীকালে নানা সমস্যার সম্মুখীন হতে হয় পুরুষ ও নারী-- দু জনকেই৷ যার নির্যাস, অতৃপ্ত যৌনজীবন৷ পুরুষরা সেক্সের সময় কিছু ভুল করেন, তা সাধারণ হলেও বেশ পীড়া দেয়৷ তাই যৌনতাকে উপভোগ্য করে তোলার কিছু টিপস দিলেন প্রাক্তন পর্নস্টার এসপারেনজা গোমেজ৷
2/5
সম্প্রতি একটি ইউটিউব ভিডিও-তে এসপারেনজা জানিয়েছেন, বিছানায় বেশ কিছু ভুল করে পুরুষরা৷ যেগুলি না-করলে বিছানায় আরাম বেড়ে যায় দ্বিগুণ৷ ৩৯ বছর বয়সি ওই পর্নস্টার প্রথমেই জোর দিচ্ছেন ফোর-প্লের উপর৷ তাঁর কথায়, 'একজন মহিলাকে উত্তেজিত করতে ফোরপ্লে অত্যন্ত জরুরি৷ অনেক পুরুষই সেই ফোরপ্লে এড়িয়ে যান৷ যার ফলে, মহিলার যৌন ইচ্ছে অনেক সময়ই অপূর্ণ থেকে যায়৷'
সম্প্রতি একটি ইউটিউব ভিডিও-তে এসপারেনজা জানিয়েছেন, বিছানায় বেশ কিছু ভুল করে পুরুষরা৷ যেগুলি না-করলে বিছানায় আরাম বেড়ে যায় দ্বিগুণ৷ ৩৯ বছর বয়সি ওই পর্নস্টার প্রথমেই জোর দিচ্ছেন ফোর-প্লের উপর৷ তাঁর কথায়, 'একজন মহিলাকে উত্তেজিত করতে ফোরপ্লে অত্যন্ত জরুরি৷ অনেক পুরুষই সেই ফোরপ্লে এড়িয়ে যান৷ যার ফলে, মহিলার যৌন ইচ্ছে অনেক সময়ই অপূর্ণ থেকে যায়৷'
3/5
গোমেজের কথায়, 'আমাদের ইচ্ছে অনিচ্ছেটা বুঝতে হবে তো৷ আমরা চাই পুরুষ সঙ্গীটি আমাদের জি-স্পটে টাচ করুক৷ আমি ব্যক্তিগত ভাবে পুরুষের শীত্‍‌কার শুনতে পছন্দ করি৷ তার জন্য ফোরপ্লে অত্যন্ত জরুরি৷'
গোমেজের কথায়, 'আমাদের ইচ্ছে অনিচ্ছেটা বুঝতে হবে তো৷ আমরা চাই পুরুষ সঙ্গীটি আমাদের জি-স্পটে টাচ করুক৷ আমি ব্যক্তিগত ভাবে পুরুষের শীত্‍‌কার শুনতে পছন্দ করি৷ তার জন্য ফোরপ্লে অত্যন্ত জরুরি৷'
4/5
এ ক্ষেত্রে এসপারেনজা জোর দিচ্ছেন তান্ত্রিক সেক্সের উপরেই৷ অর্থাত্‍‌ আরও বেশি অর্গ্যাজম ও নিজেদের মধ্যে কথাবার্তা৷ সেক্সের সময় চুপচাপ থাকাটা ঠিক নয় বলেই জানাচ্ছেন ওই পর্নস্টার৷
এ ক্ষেত্রে এসপারেনজা জোর দিচ্ছেন তান্ত্রিক সেক্সের উপরেই৷ অর্থাত্‍‌ আরও বেশি অর্গ্যাজম ও নিজেদের মধ্যে কথাবার্তা৷ সেক্সের সময় চুপচাপ থাকাটা ঠিক নয় বলেই জানাচ্ছেন ওই পর্নস্টার৷
5/5
কলম্বিয়ার পর্নস্টার গোমেজের আরও টিপস, তাড়াহুড়ো কোনো মতেই নয়৷ পুরুষদের প্রতি তাঁর পরামর্শ, সেক্স করার জন্য মহিলাদের মুড বা মেজাজ বুঝে এগোতে হয়৷ বিছানায় পড়েই দুম করে যৌনতায় লিপ্ত না হওয়াই ভালো৷ মুড বুঝে ফোরপ্লে শুরু করে তারপর বাকিটা৷
কলম্বিয়ার পর্নস্টার গোমেজের আরও টিপস, তাড়াহুড়ো কোনো মতেই নয়৷ পুরুষদের প্রতি তাঁর পরামর্শ, সেক্স করার জন্য মহিলাদের মুড বা মেজাজ বুঝে এগোতে হয়৷ বিছানায় পড়েই দুম করে যৌনতায় লিপ্ত না হওয়াই ভালো৷ মুড বুঝে ফোরপ্লে শুরু করে তারপর বাকিটা৷