বিছানায় যে বড় ভুলগুলি করে পুরুষরা, পর্নস্টার খোলসা করলেন সব....
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
যৌনতা মানেই রাখঢাক একটা বিষয় অনেকের কাছেই৷ যৌনতা সম্পর্কে ঠিক সময়ে ঠিক ধারণা না-হলে পরবর্তীকালে নানা সমস্যার সম্মুখীন হতে হয় পুরুষ ও নারী-- দু জনকেই৷ যার নির্যাস, অতৃপ্ত যৌনজীবন৷ পুরুষরা সেক্সের সময় কিছু ভুল করেন, তা সাধারণ হলেও বেশ পীড়া দেয়৷ তাই যৌনতাকে উপভোগ্য করে তোলার কিছু টিপস দিলেন প্রাক্তন পর্নস্টার এসপারেনজা গোমেজ৷
সম্প্রতি একটি ইউটিউব ভিডিও-তে এসপারেনজা জানিয়েছেন, বিছানায় বেশ কিছু ভুল করে পুরুষরা৷ যেগুলি না-করলে বিছানায় আরাম বেড়ে যায় দ্বিগুণ৷ ৩৯ বছর বয়সি ওই পর্নস্টার প্রথমেই জোর দিচ্ছেন ফোর-প্লের উপর৷ তাঁর কথায়, 'একজন মহিলাকে উত্তেজিত করতে ফোরপ্লে অত্যন্ত জরুরি৷ অনেক পুরুষই সেই ফোরপ্লে এড়িয়ে যান৷ যার ফলে, মহিলার যৌন ইচ্ছে অনেক সময়ই অপূর্ণ থেকে যায়৷'