এই অতি প্রয়োজনীয় খাদ্যদ্রব্যটির বাংলা নাম মুড়ি হলেও। ইংরেজি ও হিন্দিতে এর নাম আলাদা। ইংরেজিতে মুড়ির অর্থ হল “Puffed Rice”। ইংরেজি নামটি সকলের জানা হলেও হিন্দি নামটি নিয়ে অনেকের মনেই সংশয় আছে। অনেকেরই জানা নেই এর হিন্দি নাম। মুড়ির হিন্দি অর্থ হলো “মুরমুরে বা মুরমুরা”। পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মুড়িকে “মুরমুরে বা মুরমুরা” বলেই চিহ্নিত করা হয়।